Advertisement
Advertisement
Kangana Ranaut

অবশেষে! বিতর্ক পেরিয়ে ‘এমার্জেন্সি’র মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

চলতি বছরের শেষে না নতুন বছর, কবে মুক্তি পাবে ছবিটি?

Kangana Ranaut announces Emergency Release date
Published by: Suparna Majumder
  • Posted:November 18, 2024 3:15 pm
  • Updated:November 18, 2024 3:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি নিষিদ্ধ করার ডাক, তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকি-সহ একাধিক বিতর্কের জাল পেরিয়ে অবশেষে ‘এমার্জেন্সি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করলেন কঙ্গনা রানাউত। নতুন বছরেই মুক্তি পাচ্ছে ছবিটি। নতুন পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন অভিনেত্রী-প্রযোজক।

 প্রোপাগান্ডা ছবি, শিখদের অপমান ,  এমার্জেন্সি  বয়কটের ডাক অস্ট্রেলিয়া শিখ কাউন্সিলের

Advertisement

সাতের দশকের প্রেক্ষাপটে তৈরি কঙ্গনার ‘এমার্জেন্সি’। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। প্রথমে ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। তা পিছিয়ে রিলিজ ডেট হিসেবে চলতি বছরের ১৪ জুন তারিখটি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে ফের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর নতুন মুক্তির তারিখ হিসেবে ধার্য করা হয়।

কিন্তু ৬ সেপ্টেম্বর কঙ্গনার ছবি মুক্তি পায়নি। কঙ্গনা সে সময় দাবি করেছিলেন সেন্সর সার্টিফিকেট না পাওয়ার জন্য ছবিটি রিলিজ করা গেল না। প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ সিনেমা নিয়ে প্রবল আপত্তি ছিল ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’র। ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শিরোমণি অকালি দলের তরফ থেকেও আপত্তি ওঠে। সোজা সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ছবি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

কঙ্গনার ‘এমার্জেন্সি’ ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এই সম্প্রদায় সম্পর্কে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। এই অভিযোগে চণ্ডীগড়ের জেলা আদালতে মামলা নথিভূক্ত করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী রবিন্দর সিং বাসসি। তার জেরে অভিনেত্রী তথা সাংসদকে নোটিসও পাঠানো হয়েছিল। আগস্ট মাসে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তারকা সাংসদ। তবে এবারে সেন্সরের ছাড়পত্র নিয়েই এমার্জেন্সি মুক্তি পাচ্ছে। আগামী বছরের শুরুতেই, ১৭ জানুয়ারি থেকে সিনেমা হলে দেখা যাবে ‘এমার্জেন্সি’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement