Advertisement
Advertisement

Breaking News

Kangana Hrithik and Barbie

নায়ক হৃতিকের নায়িকা কঙ্গনা, ভাইরাল এই ‘বার্বি’র ট্রেলার দেখেছেন?

এমন হলে কেমন হতো?

Kangana Ranaut and Hrithik Roshan in viral Barbie Trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 1, 2023 6:27 pm
  • Updated:August 1, 2023 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হয়তো এক সময় ছিল। এখন কঙ্গনা রানাউত আর হৃতিক রোশন দুই ভিন্ন মেরুর মানুষ। একসঙ্গে সিনেমা তো দূরঅস্ত একে অন্যের ছায়া থেকেও দূরে থাকেন। কঙ্গনা অবশ্য সুযোগ পেলেই হৃতিককে খোঁচা দিতে ছাড়েন না। এদিকে সোশ্যাল মিডিয়ায়, ‘বার্বি’ সিনেমার নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-কঙ্গনার ভিডিও ভাইরাল।

Kangana-Hrithik-and-Barbie-1

Advertisement

গ্রেটা গারউইগের পরিচালনায় আদতে ‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউড তারকা রায়ান গসলিং ও মারগট রবি। নোলানের ‘ওপেনহাইমার’-এর সঙ্গে জোর টক্কর দিয়েছে রোম্যান্টিক এই কমেডি। তার জেরেই এখন সোশ্যাল মিডিয়ায় গোলাপি বিপ্লব। অনেকেই গোলাপি পোশাক পরে ছবি দিচ্ছেন। আবার কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতীয় রাজনীতিবিদদেরও ‘বার্বি’ লুক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বার্বি’ ছবির এই এডিটেড ট্রেলার।

[আরও পড়ুন: ফের হুমকি! ‘বিগ বস’ প্রতিযোগী এলভিসকে ভর্ৎসনা করে গ্যাংস্টারের নিশানায় সলমন!]

‘দ্য ইন্ডিয়ান ডিফেকার’-এর নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আর সেখানে রায়ান গসলিংয়ের মুখে বসানো হয়েছে হৃতিক রোশনের (Hrithik Roshan) মুখ। আর কঙ্গনার (Kangana Ranaut) মুখ বসিয়ে দেওয়া হয়েছে মারগটের মুখে।

 

‘কৃষ ৩’, ‘কাইট’-এর মতো সিনেমায় হৃতিক ও কঙ্গনা একসঙ্গে কাজ করেছিলেন। তারপর প্রকাশ্যে আসে বিস্ফোরক খবর। কঙ্গনার অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। পরে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়। তবে সে সব এখন অতীত। এখন হৃতিকের জীবনে রয়েছেন সাবা। আর কঙ্গনা কেরিয়ারেই মন দিয়েছেন। অবশ্য, নকল ট্রেলারেও দু’জনের অনস্ক্রিন রসায়ন বেশ ভাল, এমনই মত অনেকের।

[আরও পড়ুন: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে ঋতুপর্ণা, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement