Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘বাড়িতে ঢুকে মারব…’, রণবীর-আলিয়াকে হুঁশিয়ারি কঙ্গনার! কিন্তু কেন?

ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে যাবতীয় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

Kangana Ranaut alleged that a popular Bollywood couple was 'spying' on her | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 6, 2023 5:06 pm
  • Updated:February 6, 2023 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘রণং দেহি’ মেজাজে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার নাম না করে বলিউডের তারকা দম্পতিকে বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন তিনি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের উদ্দেশেই এমন মন্তব্য করেছেন কঙ্গনা। এমনটাই মনে করছেন অনেকে।

Kangana

Advertisement

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে কঙ্গনা অভিযোগ করেন, তাঁর উপরে নজর রাখা হচ্ছে। একটি নাচের স্টুডিওতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছে যায় পাপারাজ্জি। অথচ তাঁদের খবরটি পাওয়ার কথাই নয়। কারণ তিনি কাউকে কিছু জানাননি। সকাল সাড়ে ছ’টাতেও তাঁর ছবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন কঙ্গনা। অভিনেতারাই পাপারাজ্জিকে খবর দেন বলে অভিযোগ অভিনেত্রীর।

[আরও পড়ুন: ‘পাঠান’ পছন্দ হয়নি খুদের, ছোট্ট সমালোচককে কী উত্তর দিলেন শাহরুখ? দেখুন ভিডিও]

কিন্তু তাঁর খবর কে দিয়েছে? কঙ্গনার অভিযোগ, বলিউডের এক ‘ক্যাসানোভা’ ও তাঁর স্ত্রী এর নেপথ্যে রয়েছে। সদ্য মা-বাবা হয়েছেন তাঁরা। এই ‘ক্যাসানোভা’ আবার তাঁর স্ত্রীকে প্রযোজক হতে ও মহিলা কেন্দ্রিক ছবি তৈরি করতে বাধ্য করেছে। তাঁর মতো পোশাক পরতেও বাধ্য করেছে। কঙ্গনা জানান, তাঁর ব্যক্তিগত ও পেশাগত হোয়াটসঅ্যাপ চ্যাটও ফাঁস করা হয়েছে। বলিউড অভিনেতার নাম না করে তাঁকে এখনকার ‘নেপো মাফিয়ার প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন কঙ্গনা। অভিযোগ করেন সেই অভিনেতা নাকি একবার তাঁর উপরে জোরও খাটাতে গিয়েছিলেন।

Kangana Insta story

কঙ্গনার এমন বক্তব্যেই নেটিজেনরা মনে করছেন আদতে রণবীর ও আলিয়ার বিরুদ্ধেই অভিযোগ করেছেন তিনি। সোমবার আবার ইনস্টাগ্রামে কঙ্গনা জানান, কাল থেকে আর তাঁকে কেউ ফলো করছে না। এরপরই তিনি লেখেন, “চঙ্গু-মঙ্গুকে বলছি – বাছারা কখনও গ্রামের মানুষের পাল্লায় তো পড়নি, শুধরে যাও নাহলে বাড়িতে ঢুকে মারব।”

Kangana Insta story 1
[আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ দেব বাঙালির হাসির খোরাক! অভিনেতা রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement