Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut Monalisa

‘বলিউডে এমন শ্যামসুন্দরী কোথায়?’, কাজল-বিপাশার তুলনা টেনে মহাকুম্ভের মোনালিসায় মজে কঙ্গনা

মহাকুম্ভের ভাইরাল স্টার মোনালিসার হেনস্তার বিরুদ্ধেও গর্জে উঠলেন সাংসদ অভিনেত্রী।

Kangana praises Maha Kumbh's viral star Monalisa
Published by: Sandipta Bhanja
  • Posted:January 30, 2025 3:26 pm
  • Updated:January 30, 2025 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি প্রবচনে রয়েছে, ‘পহেলে দর্শনধারী…।’ মহাকুম্ভের বিড়ালাক্ষী মালাপসারিণীর ক্ষেত্রেও সেকথাই খাটে! যাকে নিয়ে বর্তমানে উত্তাল দেশ। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa)। পেট চালাতে কুম্ভ মেলায় এসেই গ্ল্যামার দুনিয়া থেকে ডাক পান তিনি। শোনা যাচ্ছে, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন। মহাকুম্ভের (Maha Kumbh 2025) সেই ভাইরাল সুন্দরীকে নিয়ে যখন তোলপাড় নেটপাড়া, নিত্যদিন নতুন তথ্য প্রকাশ্যে আসছে, ঠিক সেই আবহেই কাজল-বিপাশাদের সঙ্গে তুলনা টেনে মোনালিসায় মজলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

মোনালিসা ভোঁসলের ছবি শেয়ার করে সাংসদ-অভিনেত্রীর আক্ষেপ, “বর্তমান গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এহেন শ্যামসুন্দরীদের অভাব। আজকাল আর এরকম শ্যামলা রঙের নায়িকাদের বলিউডে দেখা যায় না।” মহাকুম্ভের ভাইরাল স্টার মোনালিসার ঈশ্বরপ্রদত্ত স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ কঙ্গনা। ঠিক কী মন্তব্য হিমাচলের সাংসদ নায়িকার? তাঁর কথায়, “রুপোলি দুনিয়ায় কি এখন আর কেউ ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব করে? একসময়ে অনু অগরওয়াল, কাজল, বিপাশা বসু, রানি মুখোপাধ্যায়, এমনকী দীপিকা পাড়ুকোনকেও মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?” কঙ্গনার প্রশ্ন, “কেন সব অভিনেত্রীকে আজকাল সাদা-ফ্যাকাশে দেখায়, এমনকী যারা ছোটবেলায় শ্যামলা ছিল, তাঁদেরও? এটা কি লেজার চিকিৎসা এবং গ্লুটাথিয়ন ইনজেকশনের অতিরিক্ত ব্যবহারের কারণে?” পাশাপাশি সৌন্দর্যের জন্য মহাকুম্ভের মেলায় যেভাবে খ্যাতির বিড়ম্বনার পড়ে হেনস্তার শিকার হতে হচ্ছে মোনালিসাকে, সেই বিষয়েও গর্জে উঠলেন কঙ্গনা।

Advertisement

Monalisa harassed at Mahakumbh, sent home by family

শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী বলেন, “লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়োচ্ছে। এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement