Advertisement
Advertisement

Breaking News

Kanchan Mullick

নার্সিংহোমে দিনরাত দেখভাল! ‘কেয়ারিং’ কাঞ্চনকে প্রেমের চিঠি শ্রীময়ীর

২ নভেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন শ্রীময়ী।

Kanchan Mullick's wife sreemoyee chattoraj shares love letter on Social Media
Published by: Akash Misra
  • Posted:November 7, 2024 10:52 am
  • Updated:November 7, 2024 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ফুটফুটে কন্য়া সন্তানের মা হয়েছেন শ্রীময়ী। কালীপুজোর আবহেই কাঞ্চনের ঘরে এসেছে লক্ষ্মী। সংসারে নতুন সদস্য আসায় স্বাভাবিকভাবেই খুব খুশি কাঞ্চন ও শ্রীময়ী। তবে এখনও শ্রীময়ী ও সন্তান রয়েছেন নার্সিংহোমে। আর নার্সিংহোমেও স্ত্রীকে এক মুহূর্তেও চোখের সামনে থেকে দূরে রাখছেন না কাঞ্চন। নিজের হাতেই করছেন স্ত্রীয়ের দেখভাল। কাঞ্চনের মতো এমন জীবনসঙ্গী পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত শ্রীময়ী। আর তাই তো নার্সিহোম থেকে নতুন ছবি পোস্ট করে কাঞ্চনকে নিয়ে লিখে ফেললেন নতুন লাভ লেটার।

শ্রীময়ী যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, কাঞ্চন শ্রীময়ীকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। শ্রীময়ী লিখলেন, ‘ভালো কিংবা খারাপ সব পরিস্থিতিতেই যে মানুষটা পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে সবচেয়ে প্রিয় বন্ধু। আমার অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিন থেকে যে মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে। আমার সব রকম আবদার মিটিয়েছে, আমার মুড সুইংস হাসি মুখে সহ্য করেছে। আমাকে ভালোবাসায় আগলে রেখেছে এবং রেখেই চলেছে। মেয়ের যত্ন নিচ্ছে, রাতে আমার সঙ্গে বারবার উঠছে কেবিনে। শুধু তোমার জন্য়ই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম সুস্থভাবে। পৃথিবীর সেরা উপহার দিয়েছে এই মানুষটি। খুব ভালোবাসি তোমাকে’।

Advertisement

অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ীর সংসারে লক্ষ্মীর আগমন। ঈশ্বরে বিশ্বাসী দুজনেই। কন্যাসন্তান জন্মের পরই হাসপাতালে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক বলেছিলেন, “সবই মায়ের আশীর্বাদ।” শুভ দিনে ঘরে নতুন সদস্যের আগমন, এ যেন একেবারে ঈশ্বরের বরদান। তাই কৃষ্ণভক্ত মা-বাবা মেয়ের নামও রেখেছেন- ‘কৃষভি’। হাসপাতাল থেকে কবে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন? এক্ষেত্রেও কি বিশেষ দিনেই কন্যার গৃহপ্রবেশ হবে?

জানতে সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল তারকা বিধায়কের সঙ্গে। বাবা কাঞ্চনের (Kanchan Mullick) কণ্ঠে একরাশ উচ্ছ্বাস। তিনি জানালেন, “শ্রীময়ী এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। কোনও অসুবিধে নেই।” একরত্তিকে নিয়ে কবে গৃহপ্রবেশ হচ্ছে? কাঞ্চন জানালেন, “ডাক্তার এখনও কোনও ডেট দেননি যদিও, তবে আজ-কালের মধ্যেই জানাবেন। আশা করছি, এই সপ্তাহেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে পারব।” শোনা যাচ্ছে, সম্ভবত বৃহস্পতিবার বা শুক্রবারই হাসপাতাল থেকে স্ত্রী-কন্যাকে নিয়ে বাড়িতে ফিরবেন তারকা বিধায়ক।

 মঙ্গলবারই ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করে জানান দিয়েছেন তিনি। বিয়ের ৯ মাস পূর্তিতে মা হয়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় দিনভর আগলে রাখছেন একরত্তিকে। কাঞ্চনও স্ত্রীয়ের ক্যাবিনেই কাটাচ্ছেন বেশিরভাগ সময়টা। কৃষভিকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি কেমন? মা অভিনেত্রী জানিয়েছেন, মনে হচ্ছে চোখের সামনে একটা তুলোর পুতুল শুয়ে আছে। মেয়ের যাতে ঘুম না ভাঙে, তার জন্য আস্তে আস্তে কথা বলছেন তাঁরা। সারাক্ষণ নিষ্পলকভাবে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন। প্রথমবার মেয়েকে দেখে, হ্যালো বলে সম্বোধন করেছিলেন শ্রীময়ী। স্ত্রীর এহেন কাণ্ডে নাকি হেসে খুন হন কাঞ্চন মল্লিক! শ্বশুরবাড়ির গুরুজনদের নির্দেশেই আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা গোপন রেখেছিলেন। সাত মাস পর্যন্ত শুটিংও করেছেন, সেটেও কাউকে ঘুণাক্ষরে টের পেতে দেননি নাকি অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement