সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সরকারি বেতন, বোনাস’ নিয়ে মন্তব্যের জেরে আতশকাচের তলায় কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। নেটিজেনদের পাশাপাশি একাধিক তারকাও তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এমনকী, সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করে দেন। চাপের মুখে ক্ষমা চাইলেন তারকা বিধায়ক। নিজের মন্তব্যে তিনি লজ্জিত ও দুঃখিত। এমনটাই জানান ভিডিও বার্তায়।
রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধরনামঞ্চে যোগ দেন কাঞ্চন। সেখানে ধর্ষকদের ফাঁসি দাবি করার পরক্ষণেই আন্দোলনকারী ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তাঁরা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” তারকা বিধায়কের এই মন্তব্যেই নিন্দার ঝড় বয়ে যায়। সুদীপ্তার পাশাপাশি ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী তারকার সমালোচনা করেন। কাঞ্চন অভিনীত ‘মাগন রাজার পালা’ শো বাতিলের ঘোষণা করে দেন সুজন নীল মুখোপাধ্যায়।
প্রবল নিন্দার মুখে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন কাঞ্চন। যাতে তারকা বিধায়ক বলেন, “আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করছি না। বিশ্বাস করুন অন্তরের অন্তঃস্থল থেকে বলছি।” এর পরই কাঞ্চন জানান, তাঁরও বাড়িতে মা ছিলেন, স্ত্রী আছেন, সন্তান আছে এবং বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয়। এছাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসার সুপারিশের জন্য জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর দ্বারস্থ হন, তিনি যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়ান।
কাঞ্চন জানান, যেদিন IMU-র স্ট্রাইক হয় সেদিন এক বন্ধুর মায়ের চিকিৎসার প্রয়োজন ছিল। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তারকা জানান, ওই বন্ধু তাঁর কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে তাঁর কাছে ফোন আসে। বন্ধু বলেন, “আর তোর সাহায্যের দরকার পড়বে না তার কারণ আমার মা আর নেই।” এই কথাতেই ভেঙে পড়েন অভিনেতা।
কাঞ্চন বলেন, “তার পরও আমি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাইনি। পরিস্থিতির কারণে সকলে অশান্ত।” তারকা বিধায়ক জানান, আর জি করের ঘটনার প্রভাব তাঁর উপরেও পড়েছে। তিনিও ভীষণভাবে বিচার চাইছেন। ভিডিওর শেষে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান কাঞ্চন। এর পরই সাধারণ মানুষ হিসেবে বলেন, “উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস… আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আবার বলছি ক্ষমার থেকে বড় জিনিস হয় না এবং সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.