Advertisement
Advertisement

Breaking News

Kanchan Mullick

মেয়ের নামে কৃষ্ণ যোগ, আনন্দ আঁতুড়ে কাঞ্চনের রাসপূর্ণিমার পুজো, শ্রীময়ীর আক্ষেপ…

আনন্দ আঁতুড়ে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে রাসপূর্ণিমার পুজো কেমন হল?

Kanchan Mullick, Sreemoyee Chattoraj Celebrating Rash Purnima at home

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 16, 2024 1:22 pm
  • Updated:November 16, 2024 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। মেয়ের জন্মের পর এইপ্রথম বাড়িতে রাসের পুজো। এদিকে আনন্দ আঁতুড় চলছে। সবমিলিয়ে কীভাবে রাসপূর্ণিমার পুজোর আয়োজন সারলেন কাঞ্চন-শ্রীময়ী।

তারকাদম্পতির দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। তাই তাঁদের বাড়িতে বারো মাসের চোদ্দ পার্বণ লেগেই থাকে। আর সবটাই নিয়ম মেনে সুগৃহিণীর মতো পালন করেন শ্রীময়ী। কিন্তু এবারের রাসপূর্ণিমায় তিনি ঘরবন্দি। কারণ মেয়ের বয়স সবে ১৪ দিন। অর্থাৎ বাড়িচে আনন্দ অশৌচ চলছে। কিন্তু নিয়মমাফিক পুজো তো করতেই হবে। কারণ তাঁদের ইষ্টদেবতাও রয়েছেন। নিত্যদিন বাড়িতে পুরোহিত এসে পুজো করে যান। অগত্যা এবারে কাঞ্চন-শ্রীময়ীর বাড়ির রাসপূর্ণিমার পুজোর জোগাড় একাহাতেই করতে হয়েছে পুরোহিতকে। আর সেটাই একটু শ্রীময়ী আক্ষেপ। কারণ নিজে হাতে পুজোর জোগাড় করা, ভোগ রাঁধা, এসব তাঁর বড় প্রিয়। কিন্তু এবার আঁতুড় থাকায় ঠাকুরের আসন স্পর্শ করতে পারছেন না। কীর্তন, পুজোর ঝলক দেখালেন কাঞ্চন-শ্রীময়ী। ভিডিও শেয়ার করে তারকাদম্পতি বললেন, ‘রাধে রাধে।’

Advertisement

একরত্তিকে নিয়ে মল্লিক বাড়িতে বর্তমানে আনন্দের আবেশ। নিত্যদিন নতুন জামা পরছে সে। আর কেউ কোলে নিলেই ঠেলে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। দেখতে যেমন বাবার মতো, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের (Kanchan Mullick) মতোই। শ্রীময়ীর কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টম্যাটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। আর রাতভর মেয়ের জন্য জেগে থেকেও সকালে কাজে বেরতে কোনও ক্লান্তি নেই কাঞ্চনের। সন্তান নেওয়ার সিদ্ধান্ত নাকি শ্রীময়ীরই (Sreemoyee Chattoraj)। কাঞ্চন মল্লিক নাকি তাঁকে বলেছিলেন, ২৭ বছর বয়সে মা হবি, একটু সময় নে। কিন্তু সময় নষ্ট করতে চাননি অভিনেত্রী। তাঁর কথায়, এত সময়ে তাঁরা একসঙ্গে কাটিয়েছেন, ঘুরেছেন, এবার তিনজনে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement