Advertisement
Advertisement

Breaking News

Kanchan Mullick

কাঞ্চন-শ্রীময়ীর মেয়ের নাম ‘কৃষভি’, এর অর্থ জানেন?

শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী।

kanchan mullick named his baby girl krishvi know the meaning of this name
Published by: Akash Misra
  • Posted:November 3, 2024 2:31 pm
  • Updated:November 3, 2024 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবের আবহেই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে উৎসবের বন্যা। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। শনিবার হাসপাতালে দাঁড়িয়েই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে এই খবর দিলেন মেয়ের বাবা কাঞ্চন। জানালেন, “মা শ্রীময়ী এবং কন্যাসন্তান দুজনেই সুস্থ রয়েছেন। এবং সবটাই মায়ের আশীর্বাদ।” সঙ্গে সোশাল মিডিয়ায় সংসারে নতুন সদস্য আসার সুখবর জানিয়ে, কাঞ্চন জানান, তাঁদের মেয়ের নাম কৃষভি। এর পর থেকেই নেটদুনিয়ায় খোঁজখবর। কৃষভি নামের অর্থ কি?

অভিধান বলছে, কৃষভি শব্দের অর্থ হল কালো (কৃষ্ণের গায়ের রং), দয়ালু, পবিত্র, শুভ এবং বন্ধুত্বপূর্ণ। কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই পরিকল্পনা মাফিকই মেয়ের নাম রেখেছেন তাঁরা।

Advertisement

এই দীপাবলি যে নিঃসন্দেহে কাঞ্চন মল্লিকের, তা হলফ করে বলা যায়। দিওয়ালির মরশুমে পর্দার দাপট দেখিয়েছেন অভিনেতা। একদিকে বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’তে (Bhool Bhulaiyaa 3) বিশেষ চরিত্র, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘নিকষ ছায়া’ (Nikosh Chhaya) সিরিজে খলতান্ত্রিক বেশ, দুটোতেই ছক্কা হাঁকিয়েছেন কাঞ্চন মল্লিক। তবে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দেননি সামনে আসতে চলেছে আরও বড় খুশির খবর। শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে দাঁড়িয়েই সেই খবর ফাঁস করলেন কাঞ্চন। এত বড় খবর গোপন রাখার সাফাইও দিলেন তিনি। জানালেন, “আমি আসলে ঈশ্বরে বিশ্বাসী। তাই আগে থেকে কাউকে এই খবর জানাতে চাইনি। কারণ বাড়ির কিছু নিয়ম-নীতি রয়েছে। কিন্তু আস্তে আস্তে সবটাই জানাব সবাইকেই।”

গত বৃহস্পতিবার দিনভর নির্জলা উপোস রেখে কালীপুজোয় বসেছিলেন কাঞ্চন। কালীপুজো উপলক্ষে মায়ের ভোগও রান্না করেছিলেন তিনি। তখন সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে সুগৃহিণী শ্রীময়ীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা। বলেন, ”গত তিন বছর ধরে আমার বাড়ির কালীপুজোর ভোগ শ্রীময়ীই রান্না করত। কিন্তু এবার আমি প্রথমবার রান্না করলাম। জীবনে কোনওদিন হেঁশেলে ঢুকে খুন্তি নাড়িনি। বলা যায়, একটা ডিমও ভাজিনি। সেখানে প্রথমবার মায়ের ভোগ রান্না করলাম। সবটাই আসলে শ্রীময়ীর তত্ত্বাবধানে। ও সাহায্য করেছে বলেই পারলাম। আসলে ভালো কোচ হলে, প্লেয়ারও ভালো হওয়া সম্ভব।”

ভালো কোচ ও ভালো প্লেয়ারের মেলবন্দনে জীবনের নতুন ইনিংস খেলতে নামলেন দম্পতি। তবে নবাগতর নাম কী রাখা হয়েছে সে তথ্যও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন কাঞ্চন-শ্রীময়ী। ইন্সটাগ্রাম পোস্টে কাঞ্চন জানিয়েছেন, ‘আমরা এখন তিন সদস্যের পরিবার।’ এবং নতুন সদস্যার নাম কৃষভি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement