Advertisement
Advertisement

Breaking News

Pinky Banerjee

নতুন সম্পর্কে জড়ালেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি! নতুন প্রেমিকটি কে?

কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্য়েপাধ্য়ায়ের জীবনে নতুন পুরুষ!

Kanchan Mallick ex wife Pinky Banerjee's Facebook post goes viral
Published by: Akash Misra
  • Posted:April 13, 2024 11:43 am
  • Updated:April 13, 2024 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্য়েপাধ্য়ায়ের জীবনে নতুন পুরুষ! হ্যাঁ, একটা ফেসবুক পোস্ট নিয়েই হইচই। তবে সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলেও, মুখ খোলেননি পিঙ্কি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শুক্রবার রাতে হঠাৎ করেই পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়ের ফেসবুকে নতুন স্ট্যাটাস আপডেট। যেখানে দেখা যায়, আশিস ঘোষ নামের এক আইপিএস অফিসারের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। আশিসই, ফেসবুকে পিঙ্কিকে ট্যাগ করেছেন। এমন পোস্ট দেখে পিঙ্কি ঘনিষ্ঠরা রীতিমতো শুভেচ্ছা জানাতে শুরু করেন পিঙ্কিকে। তবে শনিবার সকাল হতেই সেই পোস্ট গায়েব!

Advertisement

শ্রীময়ীর সঙ্গে দিব্যি সংসার করছেন কাঞ্চন মল্লিক। মাঝে মধ্যেই দম্পতি নিজেদের নানা মজার ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা পোস্ট করতে দেখা যায়নি পিঙ্কিকে। এমন অবস্থায় হঠাৎই নতুন প্রেমের পোস্ট দেখে প্রথমে একটু হতবাকই হন সবাই।

[আরও পড়ুন: বর কোথায়? বিয়ের পর একা তাপসীকে দেখেই প্রশ্ন পাপারাজ্জির, লাজুক উত্তর নায়িকার]

তা সত্য়িই কী নতুন প্রেমে জড়িয়েছেন পিঙ্কি?

পিঙ্কি অবশ্য় এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে যে ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে কাঞ্চনের প্রাক্তন স্ত্রীয়ের, সেই আশিসবাবু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে চিনি না। আমার ফেসবুক হ্যাক হয়েছে। আমি বিষয়টা ইতিমধ্যেই সাইবার ক্রাইমে জানিয়েছি’।

প্রসঙ্গত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা রফা দফা হতেই বিশেষ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগেভাগেই কিনে রেখেছিলেন, ফুলের তোড়া, মালাজোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি। প্রিয় মানুষের তরফে এমন সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। জানান, তারকা বিধায়ক নাকি হাঁটু মুড়ে বসে গোলাপ হাতে সেদিনই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। চলতি বছরের ২ মার্চ সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন ও শ্রীময়ী।

[আরও পড়ুন: দেখা যাক অন্তর্বাস, পঞ্চাশ পেরিয়ে বেপরোয়া পরমা শেয়ার করলেন ‘বোল্ড’ ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement