Advertisement
Advertisement

Breaking News

'Kancha Badam' fame Bhuban Badyakar

টিভির পর্দায় বউকে চুমু খেলেন বাদামকাকু! ভাইরাল ভিডিও

নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা যাবে বাদামকাকুকে।

'Kancha Badam' fame Bhuban Badyakar in reality show 'Ismart Jodi' | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 19, 2022 6:00 pm
  • Updated:March 19, 2022 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদামকাকু ভুবন বাদ্যকর এখন সুপারহিট। তিনি যাই করেন, তাই এখন সুপার ভাইরাল। ঠিক যেমন তাঁর কাঁচা বাদাম গান! বীরভূম থেকে বার্লিন, তানজানিয়া থেকে কানাডা। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই এই গানেই মত্ত। গানের সাফল্যের পর ভুবন এখন বাদাম বেচতেও নারাজ। তাই তো এখন নতুন নতুন গান লিখছেন আর গাইছেন। ভুবন এতটাই জনপ্রিয় যে, কুমোরটুলিতে তৈরি হয়েছে ভুবনের মূর্তি। তবে এ খবর একেবারেই ভুবনের নতুন গান নিয়ে নয়। বরং টিভির পর্দায় প্রিয়জনকে চুমু খেয়ে ভাইরাল হলেন সবার প্রিয় বাদামকাকু!

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। শীঘ্রই শুরু হতে চলেছে নতুন রিয়্যালিটি শো ইস্মার্ট জোড়ি। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। সেই শোয়েই অংশ নেবেন ভুবন বাদ্যকর ও তাঁর স্ত্রী। সম্প্রতি স্টার জলসার পক্ষ থেকে এই শোয়ের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে স্ত্রীয়ের গালে চুমু খাচ্ছেন ভুবন!

Advertisement

[আরও পড়ুন: Exclusive: কলকাতায় এবার ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকরের মূর্তি, দেখুন ভিডিও ]

আসলে এই শোয়ে বাদামকাকুর স্ত্রীকে জিৎ প্রশ্ন করেন, ভালবেসে ভুবন তাঁকে কি দেন? কথা না বাড়িয়ে সোজা স্ত্রীয়ের কাছে পৌঁছে ভালবাসার উপহার দেন ভুবন। বাদামকাকুর এরকম কীর্তিতে প্রথমে জিৎ অবাক হলেও, পরে কিন্ত ভুবনকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।” এই গানেই আপাতত সোশ্যাল মিডিয়া মুখর। সেলিব্রিটি হন বা না হন ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করছেন প্রায় সকলেই। এ তো গেল ভারচুয়াল ভুবনের কথা! বাস্তব জগতেও ‘বাদামকাকু’ জনপ্রিয়তার শিখরে। নেটিজেনদের মতে, ভুবন গ্রামের এক নিরীহ মানুষ হওয়ায় অনেকেই তাঁকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছেন। অনেকের মতে, টিআরপি বাড়ানোর হাতিয়ার হিসেবেই ব্যবহার হচ্ছে জনপ্রিয় বাদামকাকু।

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলসে’র প্রশংসার ‘পুরস্কার’! বিবেক অগ্নিহোত্রীর পরের ছবিতে ডাক পেলেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement