Advertisement
Advertisement
Celeb in Independence Day

‘আমরা স্বাধীন?’ প্রশ্ন মিমির, ‘আপনি কাদের স্বাধীনতার পক্ষে?’ জানতে চান কমলেশ্বর

পরমব্রত-পিয়াও দিলেন প্রতিক্রিয়া।

Kamaleswar Mukherjee, Mimi Chakraborty on Independence Day
Published by: Suparna Majumder
  • Posted:August 15, 2024 1:55 pm
  • Updated:August 15, 2024 4:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট। শুধু কি একটা দিন? এ তো আবেগে ভরা অনেকগুলো মুহূর্ত। কত বিপ্লবীর রক্তের বিনিময়ে এই দিন পাওয়া। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? স্বাধীনতা দিবসে (Independence Day) এই প্রশ্ন তুললেন মিমি চক্রবর্তী ও কমলেশ্বর মুখোপাধ্যায়।

mimi
ছবি : ইনস্টাগ্রাম

বুধবার ছিল মেয়েদের রাত। শুধু কলেজস্ট্রিট, অ্যাকাডেমি, যাদবপুর নয়, সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল মেয়েদের ‘রাত দখলে’র অভিযান। মিমি নিজে গিয়েছিলেন যাদবপুরে।

Advertisement

 

[আরও পড়ুন: সঞ্চয়ে থাকুন, স্বাধীন থাকুন, আর্থিক নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করুন]

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে সোশাল মিডিয়াতেও সরব হয়েছেন মিমি। স্বাধীনতা দিবসের রাতে চিকিৎসক মৃত্যুর প্রতীকী ছবি শেয়ার করেন। যাতে লেখা, “আমরা কি এখনও স্বাধীন?”

Mimi-post

‘স্বাধীনতা’ শব্দকেই রাজনৈতিক মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক তিনি লেখেন, “কেউ লড়াই করে স্বাধীনতা অর্জন করে। কেউ ক্ষমতাবলে স্বাধীনতা হরণ করে। কেউ নিজের স্বাধীনতা বিকিয়ে সুখ-সমৃদ্ধি কেনে। সবকটাই রাজনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন হল, আপনি কাদের স্বাধীনতার পক্ষে?

Kamaleswar Mukherjee FB Post

অ্যাকাডেমির ‘রাত দখল’ অভিযানে যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আর জি করের তুলকালাম পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা জানান, কীসের জন্য ভাঙচুর তা তিনি এখনও জানেন না। তাই তা নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চান না। তবে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা করতেই হবে পুলিশ-প্রশাসনকে, এমনই দাবি তাঁর। পিয়া মনে করেন, এত যুদ্ধের পরেও যে বাধাবিপত্তি আসছে তা দূর করতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

[আরও পড়ুন: বহিরাগতদের ভাঙচুর? ভোররাতে যাদবপুরে সোচ্চার সোহিনী, ‘ভয় কেন?’ প্রশ্ন ঋত্বিকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement