Advertisement
Advertisement

Breaking News

Kaamal r Khan

মুম্বই বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার অভিনেতা কমল আর খান

বিতর্কিত টুইট করে বিপাকে পড়লেন অভিনেতা।

Kamal Rashid Khan arrested by Malad police over controversial tweet | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 30, 2022 10:34 am
  • Updated:August 30, 2022 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন অভিনেতা ও বলিউড ফিল্ম সমালোচক কমল আর খান (Kaamal R Khan)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কমলকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁকে নিয়ে যাওয়া হবে বোরিভালি আদালতে। সেখানেই বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেলা হেফাজত দিয়েছে। 

[আরও পড়ুন: পুজোর মাঝেই শহরে একের পর এক খুন, রহস্যের গল্প নিয়ে আসছে ‘বিজয়া দশমী’! ]

কেন হঠাৎ গ্রেপ্তার হলেন কমল আর খান?

Advertisement

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২০ সালে কমলের একটি বিতর্কিত টুইটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা সমর্থক রাহুল কানাল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেপ্তার হন তিনি। অভিযোগ অনুযায়ী, বিনা কারণে বলিউডকে অসম্মান করেন কমল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়।  বিশেষ করে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েন কমল আর খান। 

নিজের নামের পাশে অভিনেতা লিখলেও, সিনেপর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না। অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বসে’ও। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফিল্ম সমালোচক হিসেবেই পরিচয় দেন তিনি। মূলত, কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় নানা টুইট করে বিতর্ক তুলতেই বেশি পছন্দ করেন কমল আর খান। কখনও গোটা বলিউড, কখনও নির্দিষ্ট কোনও তারকাকে নোংরা ভাষায় আক্রমণ করেন কমল। সেই কারণেই বার বার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

[আরও পড়ুন: এবার অস্কার দৌঁড়ে ‘গাঙ্গুবাই’, ‘RRR’ ও ‘দ্য কাশ্মীর ফাইলসে’র সঙ্গে কঠিন লড়াইয়ে বনশালির ছবি! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement