সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হলেন অভিনেতা ও বলিউড ফিল্ম সমালোচক কমল আর খান (Kaamal R Khan)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কমলকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁকে নিয়ে যাওয়া হবে বোরিভালি আদালতে। সেখানেই বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেলা হেফাজত দিয়েছে।
কেন হঠাৎ গ্রেপ্তার হলেন কমল আর খান?
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২০ সালে কমলের একটি বিতর্কিত টুইটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা সমর্থক রাহুল কানাল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেপ্তার হন তিনি। অভিযোগ অনুযায়ী, বিনা কারণে বলিউডকে অসম্মান করেন কমল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েন কমল আর খান।
Maharashtra | Kamal Rashid Khan arrested by Malad Police over his controversial tweet in 2020. He was arrested after he landed at Mumbai Airport. He will be presented before Borivali Court today: Mumbai Police
(Pic – Khan’s Twitter account) pic.twitter.com/7gjG3sZ43G
— ANI (@ANI) August 30, 2022
নিজের নামের পাশে অভিনেতা লিখলেও, সিনেপর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না। অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বসে’ও। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফিল্ম সমালোচক হিসেবেই পরিচয় দেন তিনি। মূলত, কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় নানা টুইট করে বিতর্ক তুলতেই বেশি পছন্দ করেন কমল আর খান। কখনও গোটা বলিউড, কখনও নির্দিষ্ট কোনও তারকাকে নোংরা ভাষায় আক্রমণ করেন কমল। সেই কারণেই বার বার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.