সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেন ভেঙে পড়ে ‘ইন্ডিয়ান ২’-এর সেট তিন জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। বরাত জোরে রক্ষা পেয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক কমল হাসান। তাঁর তৎপরতাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এবার মৃতদের পরিবারের সাহায্যার্থেও এগিয়ে এলেন সেই কলম হাসানই। প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
বুধবার চেন্নাইয়ে ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলছিল। মোটা বাজেটের ছবি। ছবিরই এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। তখনই দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। সেখানেই পরিচালক শংকর উপস্থিত থাকলেও একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে, গুরুতর জখম হয়েছেন। তাঁর পায়ে আঘাত লেগেছে। শুটিংয়ের সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তবে একটু দূরে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী কাজল আগারওয়ালও।
অভিনেত্রী জানিয়েছেন ঘটনার পর থেকে একরকম ট্রমায় রয়েছেন তিনি। দুর্ঘটনার দৃশ্য এখনও তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। টুইট করে অভিনেত্রী জানিয়েছেন, “গতকাল রাতে যে কী হয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার সহকর্মী কৃষ্ণা, চন্দ্রন ও মধুকে হারিয়েছি। তোমাদের পরিবারের জন্য আমার ভালবাসা ও সমবেদনা রইল। ঈশ্বর আপনাদের এই ঘটনা থেকে বেরিয়ে আসার শক্তি দিন।” এরপরই তিনি লেখেন, গত রাতে তিনি খুব বড় ধাক্কা খেয়েছেন। তারপর থেকে ট্রমায় রয়েছেন তিনি। এক সেকেন্ডের ব্যবধানে তিনি বেঁচে গিয়েছেন। মাত্র একটি মুহূর্ত। এই এক সেকেন্ডের জন্য ভবগানকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। বলেছেন, এই ঘটনার পর তিনি সময় এবং জীবনের মূল্য শিখতে পারলেন।
Providential escape from the ghastly mishap .Literally 10secs away from being crushed under.fortunate Kamal sir ,Kajal n me who were right under are safe #count your blessings our crushed canopy under the crane . we are #safe RIP our fellow mates @ikamalhaasan @MsKajalAggarwal pic.twitter.com/LB8SUwZV3l
— amritharam (@amritharam2) February 19, 2020
Words cannot describe the heartache I feel at the unexpected,untimely loss of my colleagues from lastnight.Krishna,Chandran and Madhu.Sending love,strength and my deepest condolences to your families.May god give strength in this moment of desolation. #Indian2 @LycaProductions
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 20, 2020
In so much shock, denial, trauma from the monstrous crane accident last night. All it took was a fraction of a second to stay alive and type this tweet. Just that one moment. Gratitude. So much learning and appreciation for the value of time and life. 🙏🏻🙏🏻🙏🏻
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.