Advertisement
Advertisement
Kamal Haasan Queen

ছবির শুটিংয়ে এসেছিলেন রানি এলিজাবেথ, সেই স্মৃতি স্মরণ করে আবেগঘন কমল হাসান

বছর পাঁচেক আগেও বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে দেখা হয়েছিল অভিনেতার।

Kamal Haasan remembers his meeting with Queen Elizabeth II | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 9, 2022 9:29 pm
  • Updated:September 9, 2022 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা একটা যুগের অবসান হল গ্রেট ব্রিটেনে। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। রানির প্রয়াণে আবেগের স্রোতে ভাসলেন কমল হাসান (Kamal Haasan)। বহু বছর আগের স্মৃতি শেয়ার করলেন তিনি। যখন খোদ ইংল্যান্ডের রানি এসেছিলেন কমলের ছবির শুটিংয়ে।  সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

Kamal-Haasan-Queen-1

Advertisement

নয়ের দশকে মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি ‘মারুধনয়াগাম’। নিজের প্রযোজনায় এবং পরিচালনায় ছবিটি তৈরি করেছিলেন কমল হাসান। ছবিটি তৈরি করতে প্রায় আশি কোটি টাকা খরচ হয়েছিল। তবে বাজেট নয়, অন্য কারণে ছবিটি বিখ্যাত। ছবির শুটিংয়ে গিয়েছিলেন রানি এলিজাবেথ। শোনা যাচ্ছে, যুদ্ধের দৃশ্য চলছিল তখন। কমল ছিলেন রাজার বেশ। সেই অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছিলেন দু’জন। 

Kamal-Haasan-Queen-3

[আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ হানি সিংয়ের, মোটা টাকা খোরপোষে হল রফা]

পঁচিশ বছর আগের সেই স্মৃতি এখনও কমল হাসানের মনে টাটকা। রানির মৃত্যুতে শোকাহত দক্ষিণী সুপারস্টার। ব্রিটেনবাসী ও ইংল্যান্ডের রাজ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। বছর পাঁচেক আগেও বাকিংহাম প্যালেসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কমল হাসান। সে ছবিও শেয়ার করেন তারকা। 

১৯৫৩ সালে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের রানি হিসাবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের। রাজপরিবারের সরাসরি উত্তরাধিকারী হওয়ার সূত্রেই তাঁর মাথায় উঠেছিল রানির মুকুট। ব্রিটেনের শাসন ব্যবস্থা পরিচালনার পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছিল রানির সাজপোশাকও। মাঝে মাঝে রাজপরিবারের অন্যান্য সদস্যদের কার্যকলাপের ফলে অস্বস্তিতে পড়তে হলেও রাজপরিবারের হাল ধরেছেন দক্ষ হাতে। রানির প্রয়াণের পর পরে তাঁর বড় ছেলে যুবরাজ চার্লস (Prince Charles) ব্রিটেনের পরবর্তী রাজা হিসাবে অভিষিক্ত হবেন। 

[আরও পড়ুন: নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি এবার বড়পর্দায়, তৈরি হচ্ছে ‘বড়বাবু’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement