Advertisement
Advertisement

Breaking News

Mani Ratnam

৩৬ বছর পর মণি রত্নমের ছবিতে কমল হাসান, প্রথম ঝলকেই নজর কাড়লেন অভিনেতা

এর আগে মণি রত্নমের 'নায়কন' ছবিতে দেখা গিয়েছিল কমল হাসানকে।

Kamal Haasan announces thug life an action film with Director Mani Ratnam| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2023 1:03 pm
  • Updated:November 7, 2023 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার খ্য়াতনামা পরিচালক মণি রত্নমের ছবিতে ফের অভিনয় করতে চলেছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। প্রায় ৩৬ বছর পর ফের জুটিতে মণি রত্নম ও কমল হাসান। এর আগে তাঁরা জনপ্রিয় ছবি ‘নায়কনে’ একসঙ্গে কাজ করেছিলেন। আর এবার ছবির নাম ‘ঠগ লাইফ’।

এই নতুন ছবির ঝলক নিজেই প্রকাশ্য়ে আনলেন কমল হাসান। সোশাল মিডিয়ায় ছবির ঝলক পোস্ট করে কমল, মণি রত্নমের প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন। খবর অনুযায়ী, ছবির শুটিং শুরু হবে খুবই জলদি। 

Advertisement

[আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, মুখ খুললেন মমতা]

ঝলক দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি চমকে ভরা। ঝলকে এলোমেলো লম্বা চুল, এক মুখ দাড়ি নিয়ে একেবারে রণংদেহী অবতারে ধরা দিয়েছেন কমল। বোঝাই যাচ্ছে, মণি রত্নমের এই ছবি একটা মাস্টারপিস হতে চলেছে। এই ছবি ছাড়াও, মুক্তির অপেক্ষায় রয়েছে কমল হাসানের ‘কল্কি ২৮৯৮ এডি’। যেখানে কমল হাসানের সঙ্গে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের।

কয়েকদিন আগেই প্রকাশ্য়ে এসেছে কমল হাসানের ‘ইন্ডিয়া ২’ ছবির টিজার। সেই ছবিতেও একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন কমল। কমল হাসান যে একের পর এক চমক দিতে তৈরি, তাঁর আভাস কিন্তু অভিনেতা দিয়েই চলেছেন।

[আরও পড়ুন: দিওয়ালিতে মোদির ‘লোকাল’ ক্যাম্পেনের ‘ভোকাল’ মুখ সিরিয়ালের ‘অনুপমা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement