সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Parliament Election) ঠিক আগে সারা দেশে কার্যকর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA)। তা নিয়েই তুমুল শোরগোল। পক্ষ-বিপক্ষের তরজা অব্যাহত। এর তীব্র বিরোধিতা করলেন দক্ষিণী তারকা কমল হাসান ও থলপতি বিজয়।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমল হাসান (Kamal Haasan) বলেন, “লোকসভা ভোটে জেতার জন্য মরিয়া হয়ে বিজেপি সরকার এত তাড়াহুড়ো করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এসেছে। এই বিজ্ঞপ্তি জারি করার সময়টাই তো প্রশ্ন তুলে দেয়, যেখানে সুপ্রিম কোর্ট এখনও এই আইনের সাংবিধানিক বৈধতা নির্ধারণ করছে।”
এদিকে সদ্য রাজনীতিতে পা রাখা থলপতি বিজয়ের বক্তব্য, “নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর মতো আইন এমন পরিবেশে গ্রহণযোগ্য নয় যেখানে দেশের নাগরিকদের মধ্যে সামাজিক সম্প্রীতি রয়েছে। তামিলনাড়ু সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে এ রাজ্যে এই আইন প্রয়োগ করা হবে না।”
যদিও বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত CAA নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রধানমন্ত্রী মোদির ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, “প্রধানমন্ত্রী মোদি যা বলেন, তা করেনও।” CAA নিয়ে আবেগে তাড়িত হওয়ার আগে বিষয়টি নিয়ে জেনে নেওয়া প্রয়োজন বলেও মনে করেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.