Advertisement
Advertisement

Breaking News

Dev

কালীপুজোর উদ্বোধনে কাঁকুড়গাছিতে দেব, সুপারস্টারকে একবার ছোঁয়ার আকুতি তরুণীদের

দেব যেখানে, অনুরাগীদের ভিড় সেখানে। দেখুন ভিডিও।

Kali Puja 2024: Dev surrounded by fans at Kali Puja inauguration, see video
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2024 9:18 am
  • Updated:October 30, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব যেখানে, অনুরাগীদের ভিড় সেখানে। এবার কালীপুজোর (Kali Puja 2024) মণ্ডপে দেব-ম্যানিয়া। কাঁকুড়গাছির এক পুজোর উদ্বোধনে গিয়েছিলেন সুপারস্টার (Dev)। তাঁকে দেখেই ছুটে আসেন তরুণীরা। একবার যদি টলিউডের ‘প্রধান’কে ছোঁয়া যায়। তাঁর সঙ্গে একটা সেলফি তোলা যায়।

Dev-Kali-Puja

Advertisement

নীল শার্ট আর প্যান্ট পরেই কাঁকুড়গাছিতে গিয়েছিলেন দেব। উদ্বোধন সেরে মণ্ডপ থেকে বেরিয়ে আসছিলেন তারকা। আশেপাশে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। কিন্তু অনুরাগীদের আবেগ কি আর তার তোয়াক্কা করে? সুপারস্টারের সঙ্গে হাত মেলাতে চান তাঁরা। তাঁর সঙ্গে যদি একটি সেলফি পাওয়া যায়। ফ্যানেদের আবদার রক্ষা করতে জানেন দেব। তাই তো নিরাপত্তারক্ষীদের তাঁদের বাধা দিতে বারণ করেন। ধৈর্য ধরে তোলেন ছবি। বাড়িয়ে দেন বিশ্বাস হাত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এবারের পুজোয় বাংলার বক্স অফিসে বেশ ভালোই ‘টেক্কা’ দিয়েছেন দেব। এখনও সিনেমা হলে চলছে তাঁর ছবি। বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা বাংলা সিনেমার তালিকায় উপরের সারিতেই জায়গা করে নিয়েছে তাঁর প্রযোজনা ও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবিটি। কেক কেটে এই সাফল্য উদযাপন করা হয়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

‘টেক্কা’র পর অভিনেতা প্রযোজকের ঝুলিতে রয়েছে ‘খাদান’, ‘রঘু ডাকাত’ এবং ‘প্রতীক্ষা’র মতো সিনেমা। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হতে পারে। কিন্তু পরে জানা যায়, লন্ডনের প্রবল ঠান্ডার জন্য শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাসে শুটিং শুরু হতে পারে বলেই খবর। নতুন এই ছবিতে আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন দেব। প্রসঙ্গত, গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি। ব্যতিক্রম এ বছর। বড়দিনের বক্স অফিসে এবারে দেখা যাবে দেব-যিশু অভিনীত ‘খাদান’। ফলে ‘প্রতীক্ষা’ এবং ‘রঘু ডাকাত’-এর জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। অবশ্য, দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement