Advertisement
Advertisement
Kakababur Protyaborton release

নতুন বছরেই বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, বড় ঘোষণা প্রযোজনা সংস্থার

এবার আফ্রিকার জঙ্গলে রহস্য ভেদ করবে কাকাবাবু ও সন্তু।

Kakababur Protyaborton release: Srijit Mukherji directed and Prosenjit Chatterjee starrer film all set to release on 4th Feb 2022 across India | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 30, 2021 3:09 pm
  • Updated:January 20, 2022 7:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেই বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)। জানিয়ে দেওয়া হল মুক্তির তারিখ। ফেব্রুয়ারিতেই সিনেমা হলে দেখা যাবে কাকাবাবু ও সন্তুর নতুন কীর্তি। রহস্যের টানে এবার আফ্রিকায় পৌঁছে গিয়েছে দু’জন।

 

Advertisement

বহু দিন ধরেই মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) এই ছবি। কাকাবাবু হিসেবে প্রসেনজিৎকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। মনে করা হয়েছিল, চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে পারে ছবিটি। তবে আগামী বছর ছবির মুক্তির দিন ধার্য করেছে এসভিএফ। এটিই প্রযোজনা সংস্থার প্রথম ছবি হিসেবে নতুন বছরে মুক্তি পেতে চলেছে। 

 

[আরও পড়ুন: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাজারতম পর্বে উলটপুরাণ! নাতনি নভ্যার প্রশ্নের মুখে অমিতাভ বচ্চন]

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর সাজে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন আট থেকে আশি। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সৃজিত। 

 

করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে লকডাউন শুরু হওয়ার ঠিক আগেই আফ্রিকায় ছবির শুটিং করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), অনির্বাণ চক্রবর্তীরা। লকডাউন শুরু হতেই গোটা টিমকে ফিরে আসতে হয়। ফিরে আসার পর পরিচালক সৃজিত জানান, সৌভাগ্যক্রমে শুটিং তাঁরা সম্পন্ন করতে পেরেছিলেন। পরে কলকাতাতেই পোস্ট প্রোডাকশনের কাজ হয়। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি সারা ভারতবর্ষের সিনেমা হলে মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। 

[আরও পড়ুন: Sreelekha Mitra: ‘নির্ভয়া’ সিনেমায় দুর্দান্ত অভিনয়, তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেলেন শ্রীলেখা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement