Advertisement
Advertisement

Breaking News

Kajol

রবিবাসরীয় মেঘলা সকালে পার্কস্ট্রিটে শুটিং কাজলের, ফ্লুরিজ চত্বরে উপচে পড়ল ভিড়

কাজলের সঙ্গী আবার টলিপাড়ার নতুন 'ফেলুদা'।

Kajol was spotted shooting at Flurys on Park Street
Published by: Sandipta Bhanja
  • Posted:April 7, 2024 2:49 pm
  • Updated:April 7, 2024 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়েছেন কাজল (Kajol)। সঙ্গে ছেলে যুগও ছিল। সে-ই দিদাকে নিয়ে মুম্বই থেকে কলকাতায় এসেছে মায়ের সঙ্গে সময় কাটাতে। প্রবাসী বাঙালি হলেও বাংলার টান কিন্তু পিছু ছাড়েনি সমু-তনুজার বড় কন্যাসন্তানের। তাই গত কয়েকদিন ধরে আউশগ্রাম, শান্তিনিকেতনে ‘মা’ ছবির শুটিং সেরে কলকাতায় পা রাখতেই দক্ষিণীশ্বরে ছুটেছেন। তবে ছুটির দিনে আলসে সকালেও কিন্তু কাজ থেকে বিরতি নেই বলিউড অভিনেত্রীর।

রবিবার সাতসকালে নির্ধারিত কল টাইমে ছুটতে হল পার্কস্ট্রিটে (Park Street)। ঘড়িতে তখন কাটায় কাটায় সকাল ৭.২০। শপিং বা খানাপিনা, কোনওটাই নয়। দেখা গেল পরিচালক বিশাল ফুরিয়ার নির্দেশমাফিক শট দিতে ব্যস্ত কাজল। পরনে গোলাপি ব়্যাপার জাম্পস্যুট। চোখে রোদচশমা। পার্কস্ট্রিটের ইতি-উতি শট দিয়ে ৮.০৫ নাগাদ সোজা ঢুকলেন ফ্লুরিজ-এ। সেখানেও শুটিং করলেন অভিনেত্রী। রবিবার সকালে স্বাভাবিকভাবেই সাহেবী প্রাতঃরাশের টানে এখানে ভিড় জমে। উপরন্তু শহরে চোখের নাগালে যখন বিটাউনের ‘দ্য কাজল’, তখন ভিড় যে দ্বিগুণ হবে, তা বলাইবাহুল্য। তবে শুটিংয়ে কোনও অসুবিধে হয়নি।

Advertisement

[আরও পড়ুন: মা কাজল শান্তিনিকেতনে শুটিংয়ে ব্যস্ত, দিদা তনুজাকে সামলাচ্ছে যুগ! সুশিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার]

এদিন কাজল কিন্তু একাই ছিলেন না সেখানে। দেখা গেল আরেক অভিনেতাকেও। যিনি বলিউড দিয়ে কাজ শুরু করলেও আপাতত টলিউডে চুটিয়ে কাজ করছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত। বাংলা সিনেইন্ডাস্ট্রির নতুন ফেলুদা। ‘নয়ন রহস্য’-এর কাজ শেষ করে বলিউড হরর ড্রামা ‘মা’-এর কাজে হাত দিয়েছেন।

শনিবার লাল সালোয়ার পরে ডালা সাজিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। প্রবীণ তনুজাকে দেখা যায় হুইলচেয়ারে। বার্ধক্যের ভারে নুইয়ে গেলেও এখনও স্বতঃস্ফূর্ত মেজাজে হাসিখুশি থাকেন তনুজা। দুই অভিনেত্রীকে দেখেই এদিন ভিড় জমে যায় মন্দির চত্বরে।

[আরও পড়ুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement