Advertisement
Advertisement
Kajol

‘বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, কাজলের ‘কালো পোস্টে’ তোলপাড় বলিউড

আচমকাই সোশ্যাল মিডিয়া ছাড়লেন অভিনেত্রী!

Kajol announces taking a break from social media | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 9, 2023 12:48 pm
  • Updated:June 9, 2023 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি…” শুক্রবার সকালে কাজলের এই একটা পোস্টই নাড়িয়ে দিল গোটা বলিউডকে। ‘বিগ ফ্রাইডে রিলিজে’র থেকেও দাবানল গতিতে ভাইরাল সেই পোস্ট! সমাজ মাধ্যম থেকে ক্ষণিকের অবসর ঘোষণা করলেন অভিনেত্রী।

কী এমন হল? তাহলে কি সত্যিই কোনও দুঃসময়ের মধ্যে পড়েছেন কাজল? যার জন্যে এমন সিদ্ধান্ত নিতে হল বলিউডের সুপারস্টার নায়িকাকে। অনুরাগীদের মাথায় এহেন অজস্র কৌতূহল উঁকি দিচ্ছে এই মুহূর্তে। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সবকিছু। সেখানে মরিচীকার মতো জ্বলজ্বল করছে শুধুমাত্র একটি পোস্ট। লেখা – “জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি..।” এই কয়েকটা শব্দই যেন ঝড় তুলে দিল বিটাউনে।

Advertisement

সেই পোস্টের সঙ্গে ক্যাপশনেই কাজলের ঘোষণা- “সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।” তাহলে কি পারিবারিক কোনও সমস্য়া না পেশাগত ক্ষেত্রে অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়েছেন কাজল? যে কারণে সোশ্যাল মিডিয়ায় ‘কালো পোস্ট’ করে বিরতি নেওয়ার কথা ঘোষণা করতে হল নায়িকাকে! সন্দিহান তো বটেই, ততোধিক উদ্বিগ্ন অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ ঝড়েই নতুন চমক! এবার রাম-সীতার অবতারে রণবীর-আলিয়া]

তবে অনেকেই অবশ্য কাজলের এমন পোস্টকে ‘প্রচারমূলক কৌশল’ হিসেবে দেখছেন। তাঁদের মন্তব্য, হয়তো আগামী সিনেমা কিংবা সিরিজের নাম ঘোষণা করতেই এমন ঝকমারি ‘পাবলিসিটি স্টান্ট’ অভিনেত্রীকে। যদিও সেই উত্তর অধরা, তবে কাজল-অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে সাধারণত দূরে থাকতেই পছন্দ করেন কাজল। একাধিকবার সাক্ষাৎকারে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। কাজলের কথায়, “সব চমক যদি সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিই, তাহলে মানুষ আমাদের দেখতে আর প্রেক্ষাগৃহে যাবেন কেন?” অভিনেত্রীর এমন বক্তব্যে অনেকেই সায় দিয়েছিলেন। এরপর ‘লাস্ট স্টোরি’তে দেখা যাবে অভিনেত্রীকে। 

[আরও পড়ুন: ‘বাদশা আমি, তবুও সিঁড়িতে বসে কাঁদতে হয়!’ একাকীত্বের গল্প শোনালেন শাহরুখ খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement