Advertisement
Advertisement
Bangla news of Kajal Aggarwal

রানা দাগ্গুবতির পর কাজল আগরওয়াল, করোনা কালেই বিয়ে সারছেন ‘সিংহম’ খ্যাত নায়িকা

ছবির এই পাত্রটি কে জানেন?

Bangla news of Kajal Aggarwal: Actress is all set to tie the knot with Gautam Kitchlu in Mumbai | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 6, 2020 1:01 pm
  • Updated:October 6, 2020 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) কালেই বিয়ে সেরেছেন দক্ষিণী তারকা রানা দাগ্গুবাতি (Rana Daggubati)। এবার সেই পথেই চলার প্রস্তুতি নিচ্ছেন তাঁর প্রাক্তন সহ-অভিনেত্রী। সাতপাকের বাঁধনে ধরা দিতে চলেছেন আরও এক দক্ষিণী তারকা। করোনা পরিস্থিতিতেই ব্যবসায়ী গৌতম কিচলুর (Gautam Kitchlu) সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে সেকথা জানিয়ে দিলেন কাজল আগরওয়াল (Kajal Aggarwal)।

মঙ্গলবার সকালেই টুইটারে বিবৃতি দিয়ে কাজল জানান, ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। অনুষ্ঠান হবে মুম্বইয়ে (Mumbai)। করোনা (COVID-19) পরিস্থিতির জন্য অনুষ্ঠানে তেমন আড়ম্বর থাকবে না। শুধু দুই পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়রাই উপস্থিতি থাকবেন। নিজের বিশেষ দিনের জন্য অনুরাগী এবং সহকর্মীদের শুভেচ্ছা চেয়েছেন কাজল। জানিয়েছেন, বিয়ের পরও দর্শকদের মনোরঞ্জনের কাজ চালিয়ে যাবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভরতি বেসরকারি হাসপাতালে]

ব্যবসায়ী পরিবারে জন্ম কাজলের। বাবা বিনয় আগরওয়ালের কাপড়ের ব্যবসা হয়েছে। ২০০৪ সালে বলিউড ছবির মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন, বিবেক ওবেরয়, ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবিতে ঐশ্বর্যর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপরই দাক্ষিণাত্যে মনোনিবেশ করেন। শুরু করেছিলেন তেলুগু ছবি ‘লক্ষ্মী কল্যাণম’ (Lakshmi Kalyanam) দিয়ে। তারপর আর পিছনে ফিরে তাকাননি। ১৬ বছরের কেরিয়ারে পঞ্চাশের বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। ২০১১ সালে রোহিত শেট্টির ‘সিংহম’ (Singham) সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের (Ajay Devgn) নায়িকা হিসেবে অভিনয় করেন কাজল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘স্পেশ্যাল ২৬’ (Special 26) হয়েছিলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) নায়িকা। মুম্বইয়ের ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন কাজল। করোনা পরিস্থিতি না থাকলে বেশ ধুমধাম করেই বিয়েটা সারতেন অভিনেত্রী।   

[আরও পড়ুন: ঋতুপর্ণকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তৈরি সিরিজ ‘উৎসবের পরে’, প্রকাশ্যে শুটিংয়ের বিশেষ ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement