Advertisement
Advertisement

Breaking News

কাহানি

আসছে ‘কাহানি’র প্রিক্যুয়েল, বিদ্যার বিপরীতে থাকছেন এই অভিনেতা!

সুজয় ঘোষ নয়, ছবিটি পরিচালনা করবেন তাঁর মেয়ে।

Kahaani prequel in works, Is Vidya Balan in lead role?
Published by: Bishakha Pal
  • Posted:November 24, 2019 10:43 am
  • Updated:November 24, 2019 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে গোটা দেশকে মুগ্ধ হয়েছিল ‘কাহানি’তে। কলকাতার প্রেক্ষাপটে সুজয় ঘোষের থ্রিলারে মজেছিল সিনেপ্রেমীরাও। ফলশ্রুতি ‘কাহানি ২’। কিন্তু ‘কাহানি’র আগে কী? ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচি আর তার স্বামী অর্ণব বাগচির অতীতই বা কী? মিলন দামজিকে শিক্ষা দিতে বিদ্যার মাথায় এমন পরিকল্পনাই বা এল কোথা থেকে? এ সবই এবার উন্মোচিত হতে চলেছে। আসছে ‘কাহানি’র প্রিক্যুয়েল। আর সেখানেই দেখা যাবে এই গল্প।

সূত্রের খবর, শকুন্তলা দেবীর বায়োপিকের কাজ শেষ করে ফেলেছেন বিদ্যা। ফলে পরবর্তী ছবির জন্য তাঁর হাতে সময়ের অভাব নেই। তাই এই সময়টাকেই কাজে লাগাতে চাইছেন নির্মাতারা। আর ‘কাহানি’ আর ‘কাহানি ২’, দু’টি ছবিতেই ছিলেন বিদ্যা বালান। তাই এবার তাঁর ছবি করতে রাজি না হওয়ার কোনও জায়গাই নেই। তবে এবার কিন্তু ডিরেক্টরস সিটে বসবেন না পরিচালক সুজয় ঘোষ। তার পরিবর্তে ছবিটি পরিচালনা করার কথা তাঁর মেয়ে দিয়া ঘোষের। ইতিমধ্যেই তিনি ‘বদলা’ ছবিতে সুজয়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১৮ সালে ‘নেইবারহুড টাইস’ নামে একটি ইংরেজি শর্টফিল্মেও কাজ করেছেন। কান চলচ্চিত্র উৎসবে সেটি দেখানোও হয়েছিল। তাই তিনি যে ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন, তা বলা যায় না।

Advertisement

[ আরও পড়ুন: ক্ষুধার্ত শিল্পীর ক্ষোভই যখন প্রতিবাদের হাতিয়ার, দেখাবে কমলেশ্বরের ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ ]

তবে ছবির প্রিক্যুয়েলে থাকছে টুইস্ট। শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। তবে তার চরিত্রটি আদ্যোপান্ত পজেটিভ নয়। ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এনিয়ে ছবির নির্মাতারা এখনও স্পষ্ট করে কিছু জানাননি। চুপ অভিষেক নিজেও। ছবির প্রধান চরিত্রে বিদ্যা থাকবেন কিনা, স্পষ্ট নয় তাও। পরের বছরই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তাই খুব শীঘ্রই নির্মাতারা ছবির ঘোষণা করে দেবেন বলে খবর।

[ আরও পড়ুন: অপমান করা হচ্ছে জয়ললিতাকে, ‘থালাইভি’ নিয়ে ক্ষোভপ্রকাশ নেটিজেনদের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement