সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই একেবারে সুপারহিট। বীরভূম থেকে একেবারে বিলেত। দেশের সীমানা ছাড়িয়ে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গানের প্রশংসায় এখন গোটা দুনিয়া। আর এবার সেই ভুবন বাদ্যকরই আসতে চলেছেন দাদাগিরির মঞ্চে। সোমবারই ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিয়ে ‘দাদাগিরি’র (Dadgiri) শুটিং করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে ভুবন বাদ্যকর জানিয়ে ছিলেন, কলকাতা কখনও দেখেননি তিনি। খুব ইচ্ছে কলকাতা আসার। ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর, গোটা দুনিয়া থেকে ভুবনের কাছে ছুটে গিয়েছিলেন ইউটিউবাররা। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ই দুঃখের সঙ্গে ভুবন বাদ্যকর জানিয়ে ছিলেন, কেউ তাঁর বাদাম কেনেন না, সবাই গান গাইতে বলে! সম্প্রতি ভুবন কলকাতায় এসেছিলেন, রেকর্ডিং করেছেন নিজের গানও। তাঁকে সাহায্যের হাত বাড়িয়েছেন মদন মিত্র। তাঁদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গিয়েছে। দাদাগিরিতে এসে সেই জার্নির গল্পই শোনাবেন ভুবন।
সৌরভকে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি ভুবন বাদ্যকর। আর তাই তো সৌরভের জন্য মিষ্টি ও বাদাম নিয়েই দাদাগিরির মঞ্চে হাজির হতে চলেছেন বীরভূমের এই ‘বাদাম কাকু’। খবর অনুযায়ী, এই বিশেষ এপিসোডটি দেখা যাবে ফেব্রুয়ারির ১৯ বা ২০ তারিখ।
পেটের তাগিদে বাদাম বেচতে হলেও তিনি গান ভালবাসেন। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়েও তিনি তাঁর শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। গান রচনা করেছিলেন। কথা ও সুর দিয়ে সেই গান নিজেই গেয়েছিলেন। বাদাম ভাজার ফাঁকে গেয়েছিলেন, ”আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।” এক গানেই তিনি হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে জনপ্রিয়তা পেলেও অর্থকরী দিক থেকে লাভবান হননি তিনি। পরিবর্তে তাঁর আয় কার্যত বন্ধ হতে বসেছে। লক্ষ্মীলাভ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আক্ষেপের শেষ নেই খোদ ভুবন বাদ্যকারের। তিনি বলেন, ”আমাকে অনেকে ব্যবহার করছে। ব্লগারদের অত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলল, কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.