সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবজিতে বিশ্রী চোট পেলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সদ্যই ‘দেবরা: পার্ট ১’-এর শুটিং শেষ করেছেন অভিনেতা। কিন্তু তার পরই সামনে এল তাঁর চোট পাওয়ার খবর। জিমে ওয়ার্ক আউট করতে গিয়েই বিপত্তি ঘটেছে। বুধবারই তাঁর টিমের তরফে জানানো হয়েছে, দিন দুয়েক আগেই বাঁ কবজিতে সামান্য চোট পেয়েছেন জুনিয়র এনটিআর। সতর্কতা হিসেবে তাঁর হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে।
তবে চোটের জন্য শুটিং বন্ধ হয়নি। জানানো হয়েছে, চোটগ্রস্ত কবজি নিয়েই ‘দেবারা’র শুটিং শেষ করেন তারকা। গত মঙ্গলবার জুনিয়র এনটিআর জানিয়ে দেন, ‘দেবরা: পার্ট ১’ ছবির শুটিং শেষ হয়েছে। গোটা শুটিংকে ‘অসাধারণ যাত্রা’ বলে জানিয়েছেন নায়ক।
Just wrapped my final shot for Devara Part 1. What a wonderful journey it has been. I will miss the ocean of love and the incredible team. Can’t wait for everyone to sail into the world crafted by Siva on the 27th of September. pic.twitter.com/RzOZt3VCEB
— Jr NTR (@tarak9999) August 13, 2024
প্রসঙ্গত, কোরাটালা শিবা পরিচালিত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ সেপ্টেম্বর। ছবিটিকে ঘিরে ভক্তদের অপেক্ষা সার্থক হবে বলেই দাবি জুনিয়র এনটিআরের (Jr NTR)। এদিকে ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন তিনি। এমনটাই গুঞ্জন।
পাশাপাশি হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’-তেও দেখা যাবে তাঁকে। ‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভালো হিন্দিও বলতে পারেন দাক্ষিণাত্যের মেগাস্টার। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সিক্যুয়েল তৈরির জন্য শ্যালক অয়ন মুখোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এদিকে ‘War 2’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস। শাহরুখ এবং সলমন খানও রয়েছেন এতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.