Advertisement
Advertisement
Jr NTR

হাতে প্লাস্টার জুনিয়র এনটিআরের! কী হয়েছে দক্ষিণী সুপারস্টারের?

এখন কেমন আছেন অভিনেতা?

Jr NTR suffers wrist injury during workout
Published by: Biswadip Dey
  • Posted:August 15, 2024 7:18 pm
  • Updated:August 15, 2024 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবজিতে বিশ্রী চোট পেলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সদ্যই ‘দেবরা: পার্ট ১’-এর শুটিং শেষ করেছেন অভিনেতা। কিন্তু তার পরই সামনে এল তাঁর চোট পাওয়ার খবর। জিমে ওয়ার্ক আউট করতে গিয়েই বিপত্তি ঘটেছে। বুধবারই তাঁর টিমের তরফে জানানো হয়েছে, দিন দুয়েক আগেই বাঁ কবজিতে সামান্য চোট পেয়েছেন জুনিয়র এনটিআর। সতর্কতা হিসেবে তাঁর হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে।

তবে চোটের জন্য শুটিং বন্ধ হয়নি। জানানো হয়েছে, চোটগ্রস্ত কবজি নিয়েই ‘দেবারা’র শুটিং শেষ করেন তারকা। গত মঙ্গলবার জুনিয়র এনটিআর জানিয়ে দেন, ‘দেবরা: পার্ট ১’ ছবির শুটিং শেষ হয়েছে। গোটা শুটিংকে ‘অসাধারণ যাত্রা’ বলে জানিয়েছেন নায়ক।

Advertisement

[আরও পড়ুন: ১০ বছরে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা, রাহুলের জন্য বরাদ্দ পিছনের আসন

প্রসঙ্গত, কোরাটালা শিবা পরিচালিত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ সেপ্টেম্বর। ছবিটিকে ঘিরে ভক্তদের অপেক্ষা সার্থক হবে বলেই দাবি জুনিয়র এনটিআরের (Jr NTR)। এদিকে ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন তিনি। এমনটাই গুঞ্জন।

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডে বড় পদক্ষেপ অরিজিতের! ভাইরাল ভিডিও]

পাশাপাশি হৃত্বিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’-তেও দেখা যাবে তাঁকে। ‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভালো হিন্দিও বলতে পারেন দাক্ষিণাত্যের মেগাস্টার। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সিক্যুয়েল তৈরির জন্য শ্যালক অয়ন মুখোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এদিকে ‘War 2’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস। শাহরুখ এবং সলমন খানও রয়েছেন এতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement