সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালন ফকিরের জীবনকাহিনী বড়পর্দায় নিয়ে এসেছিলেন গৌতম ঘোষ। ‘মনের মানুষ’-এর পর এবার টলিউডে তৈরি হতে চলেছে পার্বতী বাউলের (Parvathy Baul) বায়োপিক। বিনোদুনিয়ায় বায়োপিকের ভিড়। ক্রীড়াব্যক্তিত্ব থেকে রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বদের জীবনকাহিনী ইতিমধ্যেই পর্দায় ফুটে উঠেছে। এবার কোচবিহারের মৌসুমী পাড়িয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার গল্প এবার দেখা যাবে পর্দায়।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে পারফরম্যান্সের পর নিজমুখেই এই ছবির কথা জানিয়েছেন পার্বতী। বায়োপিকের নামও ‘জয়গুরু’। পরিচালনায় টলিপাড়ার অতিপরিচিত মুখ অভিনেতা সৌম্যজিৎ। ‘হোমকামিং’-এর পর এটা তাঁর দ্বিতীয় ছবি। গত একবছর ধরে পার্বতীর আশ্রমে যাতায়াত করতে করতেই গল্প চিত্রনাট্য ছকে ফেলেছেন তিনি। শিল্পীও দ্বিধাবোধ করেননি সবুজ সংকেত দিতে। তবে সিনেমা নিয়ে এখনই খুব একটা তথ্য দিতে নারাজ পরিচালক সৌম্যজিৎ।
কীভাবে গল্পটা সাজিয়েছেন সৌম্যজিৎ? সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, কাজের সূত্রে এক বাউল শিল্পীর সঙ্গে মুম্বইয়ের এক সঙ্গীত পরিচালকের পরিচয়। তারপর একদিন আচমকাই নিরুদ্দেশ হয়ে যান শিল্পী! কিন্তু কেন? এভাবেই এগোবে গল্প। পার্বতী আদতে কোচবিহারের মেয়ে। সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া। ট্রেনে চেপে শান্তিনিকেতন পাড়ি দেওয়া, অন্ধ বাউলের গান শুনে সে গানের ভক্ত হওয়া সেখান থেকে তাঁর পার্বতী বাউল হয়ে ওঠার সফর থাকবে এই বায়োপিকে। চিত্রনাট্যের কাজ আপাতত চলছে। আগামী কান ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছে এই সিনেমা। পার্বতী নিজেও নাকি এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। সিনোম্যাটোগ্রাফির দায়িত্বে বরফি, তামাশা, রামলীলা খ্যাত রবি বর্মণ। আগামী বছরের গোড়ার দিকে শুটিং শুরু হবে কলকাতা, শান্তিনিকেতন, বৃন্দাবন, কেরল, আমেরিকা, ফ্রান্সের মতো লোকেশনে। পার্বতীর জন্মসূত্র কোচবিহারকেও সম্ভবত দেখা যেতে পারে এই ছবিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.