সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পেলেন পুরস্কার, কেউ দিলেন। কেউ আবার চোখ ধাঁধানো পারফরম্যান্সে নজর কাড়লেন। নিউ নর্মালকে সঙ্গী করে এভাবেই জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার (Joy Filmfare Awards Bangla 2020) মঞ্চে চলমান চিত্রের উৎসবে মাতলেন টলিউডের তারকারা।
সেরা ছবি হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ভিঞ্চি দা’। ‘গুমনামী’র জন্য সেরা অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সমালোচকদের পছন্দে সেরা অভিনেতা হলেন ঋদ্ধি সেন (নগরকীর্তন)। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘শাহজাহান রিজেন্সি’ এবং ‘পরিণীতা’র সৌজন্য সেরা অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সমালোচকদের পছন্দের সেরা অভিনেত্রী আবার জয়া আহসান। সেরা গায়ক হলেন অনির্বাণ ভট্টাচার্য। আরও কে কে পেলেন ‘ব্ল্যাক লেডি’? দেখে নিন বিস্তারিত তালিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.