Advertisement
Advertisement

Breaking News

Filmfare Awards Bangla

ফিল্মফেয়ার বাংলার মঞ্চে সেরা অভিনেতা প্রসেনজিৎ, আর কার হাতে উঠল ‘ব্ল্যাক লেডি’?

দেখে নিন বিস্তারিত তালিকা।

Joy Filmfare Awards Bangla: Here is the Complete list of Winners | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 1, 2021 3:23 pm
  • Updated:April 1, 2021 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ পেলেন পুরস্কার, কেউ দিলেন। কেউ আবার চোখ ধাঁধানো পারফরম্যান্সে নজর কাড়লেন।  নিউ নর্মালকে সঙ্গী করে এভাবেই জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার  (Joy Filmfare Awards Bangla 2020)  মঞ্চে চলমান চিত্রের উৎসবে মাতলেন টলিউডের তারকারা। 

সেরা ছবি হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ভিঞ্চি দা’।  ‘গুমনামী’র জন্য সেরা অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।  সমালোচকদের পছন্দে সেরা অভিনেতা হলেন ঋদ্ধি সেন (নগরকীর্তন)। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।  ‘শাহজাহান রিজেন্সি’ এবং ‘পরিণীতা’র সৌজন্য সেরা অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  সমালোচকদের পছন্দের সেরা অভিনেত্রী আবার জয়া আহসান।  সেরা গায়ক হলেন অনির্বাণ ভট্টাচার্য। আরও কে কে পেলেন ‘ব্ল্যাক লেডি’? দেখে নিন বিস্তারিত তালিকা।

Advertisement

[আরও পড়ুন: দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সম্মানিত ‘থালাইভা’ রজনীকান্ত, প্রশংসা নরেন্দ্র মোদির]

  • সেরা ছবি – ভিঞ্চি দা
  • সেরা পরিচালক – কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
  • সেরা পরিচালক (ক্রিটিকস) – রবিবার
  • সেরা অভিনেতা – প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামী)
  • সেরা অভিনেতা (ক্রিটিকস) – ঋদ্ধি সেন (নগরকীর্তন)
  • সেরা অভিনেত্রী – স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি) / শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)
  • সেরা অভিনেত্রী (ক্রিটিকস) – জয়া আহসান (বিজয়া ও রবিবার)
  • সেরা সহ-অভিনেতা – ঋত্বিক চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র)
  • সেরা সহ-অভিনেত্রী – লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)
  • সেরা মিউজিক অ্যালবাম – রণজয় ভট্টাচার্য এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় (সোয়েটার)
  • সেরা গীতিকার – রণজয় ভট্টাচার্য (প্রেমে পড়া বারণ – সোয়েটার)
  • সেরা গায়ক – অনির্বাণ ভট্টাচার্য (কিচ্ছু চাইনি আমি – শাহজাহান রিজেন্সি)
  • সেরা গায়িকা – লগ্নজিতা চক্রবর্তী (প্রেমে পড়া বারণ – সোয়েটার)
  • সেরা আবহ সংগীত – প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (নগরকীর্তন)
  • সেরা নবাগত পরিচালক – ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)
  • সেরা নবাগত অভিনেত্রী – ঋত্বিকা পাল (কিয়া অ্যান্ড কসমস)
  • সেরা কাহিনি – রুদ্রনীল ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায় (ভিঞ্চি দা)
  • সেরা চিত্রনাট্য – কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)
  • সেরা সংলাপ – কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)
  • সেরা সাউন্ড ডিজাইন – সৌগত বন্দ্যোপাধ্যায় (রবিবার)
  • সেরা প্রোডাকশন ডিজাইন – শিবাজি পাল (গুমনামী)
  • সেরা সম্পাদনা – সুজয় দত্ত রায় (কেদারা)
  • সেরা সিনেম্যাটোগ্রাফি – শীর্ষ রায় (নগরকীর্তন)
  • লাইফটাইম অ্যাচিভম্যান্ট সম্মান – সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তরুণ মজুমদার

[আরও পড়ুন: ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী-সাংসদ কিরণ খের, দুঃসংবাদ দিলেন চণ্ডীগড়ের বিজেপি সভাপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement