Advertisement
Advertisement

সাক্ষাৎকারের নামে ‘যৌন হেনস্তা’, কাঠগড়ায় সাজিদ খান

‘হাউসফুল ৪’ ছবির শুটিং বন্ধ করলেন অক্ষয় কুমার৷

Journalist accuses Sajid Khan, Akshay Kumar cancels shoot of 'Housefull 4'
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2018 4:33 pm
  • Updated:October 12, 2018 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo তালিকায় নাম জুড়েছে সাজিদ খানের৷ আর তার জেরেই এবার ‘হাউসফুল ৪’ -এর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন অক্ষয় কুমার৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন সাজিদ৷ প্রকৃত সত্যি সামনে আসা প্রয়োজন বলে জানান তিনি৷

[বিয়ের নামে প্রতারণা করেছে হৃতিক, ফের বিস্ফোরক কঙ্গনা]

#MeToo-র ঝড় বইছে বলিউডে৷ একের পর এক অভিনেতা, পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে উঠছে যৌন হেনস্তার অভিযোগ৷ অভিযোগের আঙুল উঠেছে পরিচালক সাজিদ খানের দিকেও৷ অভিনেত্রী সালোনি চোপরার পর তাঁর বিরুদ্ধে একই অভিযোগে সরব হন এক মহিলা সাংবাদিকও৷

Advertisement

তিনি বলেন, ‘‘এক বিনোদন চ্যানেলে কাজ করার সময়  হোটেলে সাজিদ খানের সাক্ষাৎকার নিতে যাই৷ সেই সময় সাজিদ আমাকে পুরুষাঙ্গ নিয়ে নানা প্রশ্ন করে৷ প্রথমে সেই প্রসঙ্গ এড়িয়ে যাই আমি৷ কিন্তু সাজিদ বেশ কয়েকটি অশ্লীল ডিভিডি দেখায় আমাকে৷ ওই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি৷ কিন্তু সাজিদ আমার পথ আটকায়৷ ঘাড় ও গলায় অশ্লীলভাবে স্পর্শ করে সাজিদ৷’’ এরপর কোনওক্রমে  হোটেল ছেড়ে অফিসে ফিরে আসেন ওই মহিলা৷ এই ঘটনার কয়েকবছর পর আবারও সাজিদের সঙ্গে দেখা হয় বলেই দাবি ওই মহিলা সাংবাদিকের৷ ওই সাংবাদিকের দাবি, ওই সাক্ষাতে সাজিদকে সতর্ক করেছিলেন তিনি৷  সেবার অবশ্য অশালীন কিছু করেনি পরিচালক সাজিদ খান৷ ‘মি টু’ ঝড়ের মাঝেই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ টুইট করে জানান ওই সাংবাদিক৷ 

[MeToo-র সমর্থনে প্রবাসী বাঙালিরা, নিউ জার্সিতে বাতিল অভিজিতের কনসার্ট]

বর্তমানে ‘হাউসফুল ৪’ সিনেমা নিয়েই ব্যস্ত  সাজিদ৷ এই সিনেমায়  প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার৷ সাজিদের কুকীর্তির কথা সামনে আসার পরই প্রতিবাদে সরব বলিউডের খিলাড়ি৷ টুইট করে শুটিং বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা৷ একে তো যৌন হেনস্তার অভিযোগ আবার তার উপর অক্ষয়ের এই সিদ্ধান্তে যথেষ্ট বিপাকে পরিচালক সাজিদ খান৷ 

[অশ্লীলভাবে হাঁটু স্পর্শ করেছিলেন কৈলাস, বিস্ফোরক গায়িকা সোনা]

এর আগে বলিউডের পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধেও ওঠে যৌন হেনস্তার অভিযোগ  তোলেন অভিনেত্রী গীতিকা ত্যাগী৷ গুলশন কুমারের জীবনীকেন্দ্রিক ছবি ‘মোগুল’  পরিচালনা করছেন সুভাষ৷ তাঁর এই সিনেমা প্রযোজনা করছিলেন মিস্টার পারফেকশনিস্ট৷ সুভাষের সঙ্গে ছবি করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট ও তাঁর ঘরণী৷ যৌথ বিবৃতি দিয়ে দুজনে জানান যৌন হেনস্তার অভিযোগ রয়েছে এমন কাউকে সমর্থন করতে চান না তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement