Advertisement
Advertisement

Breaking News

Jongole Mitin Mashi Teaser

শত্রুরা পাবে না নিস্তার, ‘জঙ্গলে মিতিন মাসি’ দুরন্ত অ্যাকশনে রুখবে চোরা কারবার

অ্যাকশনে যেন 'বাপ কা বেটি' কোয়েল মল্লিক।

Jongole Mitin Mashi Teaser: Koel Mallick in action mode | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 2, 2023 8:17 pm
  • Updated:September 2, 2023 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাকশনে যেন ‘বাপ কা বেটি’ কোয়েল মল্লিক (Koel Mallick)। সংলাপেও রঞ্জিত মল্লিকের থেকে কম যান না তাঁর কন্যা। প্রমাণ? ‘জঙ্গলে মিতিন মাসি’র (Jongole Mitin Mashi) টিজার। অরিন্দম শীল পরিচালিত ছবিতে দুরন্ত অ্যাকশনের মেজাজে অভিনেত্রী।

Jongole-Mitin-Mashi-1

Advertisement

থ্রিলার ছবি তৈরিতে অরিন্দম শীলের জুড়ি মেলা ভার। সুচিত্রা ভট্টাচার্যর ‘হাতে মাত্র তিন দিন’ গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘মিতিন মাসি’। সে ছবিতে প্রথমবার প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় হিসেবে দেখা গিয়েছিল কোয়েলকে। এবার ‘সারান্ডায় শয়তান’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘জঙ্গলে মিতিন মাসি’। এর আগে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে-তে চিড়িয়াখানায় ছবির পোস্টার প্রকাশ করা হয়েছিল। শনিবার প্রকাশিত হল টিজার। তাতেই দেখা গেল দুরন্ত অ্যাকশন।

[আরও পড়ুন: ‘পরের জন্মে শালিক হব’, ফেসবুকে লেখার চারদিন বাদে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু তরুণ অভিনেত্রীর]

২০ অক্টোবর পড়ছে ষষ্ঠী। ঠিক তার মুখেই আসছে পুজোর ছবি। এখনও পর্যন্ত চারটি বাংলা ছবির পুজো-রিলিজ চূড়ান্ত হয়েছে। ‘উইন্ডোজ’-এর ‘রক্তবীজ’, দেবের ‘বাঘাযতীন’, সৃজিতের ‘দশম অবতার’-এর পাশাপাশি মুক্তি পাবে ‘জঙ্গলে মিতিন মাসি’। জমজমাট টক্কর। তাতে আত্মবিশ্বাসী পরিচালক অরিন্দম শীল ও নায়িকা কোয়েল মল্লিক। এর আগে দু’জনেই জানিয়েছিলেন, গোয়েন্দা গল্পের পাশাপাশি চোরাশিকারীদের রোখার গল্পও দেখা যাবে ছবিতে।

Jongole-Mitin-Mashi-2

এই চোরাশিকারীদের রুখতেই রণংদেহী মেজাজে ‘মিতিন মাসি’ অর্থাৎ কোয়েল মল্লিক। “কোথায় থামতে হবে না জানলে, যারা জানে না তাদের কলার ধরে থামাতে হয়”, এমন আগুনে সংলাপ শোনা গিয়েছে অভিনেত্রীর মুখে। তাতেই ‘বেল্টম্যান’ রঞ্জিত মল্লিকের কথা মনে পড়েছে। কোয়েল ছাড়াও ছবিতে রয়েছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, সামিউল আলম, অরিজিৎ দত্ত, পায়েল রায় প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।

[আরও পড়ুন: উফফ! ফিল্মি কায়দায় প্রেমিকাকে প্রপোজ, বলি হিরোদেরও হার মানাবেন আরমান মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement