Advertisement
Advertisement

Breaking News

Johnny Depp

‘মোদি’ ছবির পরিচালনার দায়িত্বে হলিউড তারকা জনি ডেপ! ব্যাপারটা কী?

কলাকুশলীদের নামও ঘোষণা করা হয়েছে।

Johnny Depp to direct 'Modi' biopic | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 14, 2023 12:40 pm
  • Updated:May 14, 2023 12:40 pm  

লস অ‌্যাঞ্জেলেস: ‘মোদি’ ছবির পরিচালক হচ্ছেন জনি ডেপ (Johnny Depp)। নাহ, এ ‘মোদি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নন। ইটালির শিল্পী আমেদিও মোদিগিলানি (Modigliani)। হ্যাঁ, তাঁরই আত্মজীবনীমূলক সিনেমার নাম ঠিক হয়েছে ‘মোদি’ (Modi)।

Johnny-Depp-2

Advertisement

জানা গিয়েছে, ‘মোদিগিলানি’ নামের এক নাটক অবলম্বনেই তৈরি হবে ছবিটি। এই ছবির মাধ‌্যমে প্রায় ২৫ বছর বাদে পরিচালকের আসনে বসছেন হলিউড অভিনেতা। ছবির কলাকুশলীদের নামও জানিয়েছেন জনি ডেপ।

[আরও পড়ুন: বিতর্ককে সঙ্গী করে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, ৯ দিনে পৌঁছল ১০০ কোটির ক্লাবে]

ছবিতে কিংবদন্তি অভিনেতা আল পাচিনো থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। মোদির চরিত্রে অভিনয় করবেন ইটালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অফ ইউথ’, ‘লোরো’ ছবিতে অভিনয়ের জন‌্য সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমী মনে রেখেছে রিকার্দোকে।

Johnny-Depp

আগামী কয়েক মাসের মধ্যেই বুদাপেস্টে শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনাও করছেন ‘পাইরেটস অফ দ‌্য ক‌্যারিবিয়ান’ খ‌্যাত অভিনেতা জনি ডেপ। ১৯৯৭ সালে তাঁর শেষ পরিচালিত ছবিটি ছিল ‘দ্য ব্রেভ’। গত বছর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতেন জনি। এবার নতুন করে কাজে মন দিতে চান হলিউড তারকা। 

[আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত ‘মোকা’, দুপুরেই ল্যান্ডফল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement