লস অ্যাঞ্জেলেস: ‘মোদি’ ছবির পরিচালক হচ্ছেন জনি ডেপ (Johnny Depp)। নাহ, এ ‘মোদি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নন। ইটালির শিল্পী আমেদিও মোদিগিলানি (Modigliani)। হ্যাঁ, তাঁরই আত্মজীবনীমূলক সিনেমার নাম ঠিক হয়েছে ‘মোদি’ (Modi)।
জানা গিয়েছে, ‘মোদিগিলানি’ নামের এক নাটক অবলম্বনেই তৈরি হবে ছবিটি। এই ছবির মাধ্যমে প্রায় ২৫ বছর বাদে পরিচালকের আসনে বসছেন হলিউড অভিনেতা। ছবির কলাকুশলীদের নামও জানিয়েছেন জনি ডেপ।
ছবিতে কিংবদন্তি অভিনেতা আল পাচিনো থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। মোদির চরিত্রে অভিনয় করবেন ইটালিয়ান অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক : চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অফ ইউথ’, ‘লোরো’ ছবিতে অভিনয়ের জন্য সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমী মনে রেখেছে রিকার্দোকে।
আগামী কয়েক মাসের মধ্যেই বুদাপেস্টে শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনাও করছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপ। ১৯৯৭ সালে তাঁর শেষ পরিচালিত ছবিটি ছিল ‘দ্য ব্রেভ’। গত বছর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জেতেন জনি। এবার নতুন করে কাজে মন দিতে চান হলিউড তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.