Advertisement
Advertisement
Johnny Depp

OMG! ভারতীয় রেস্তরাঁর খাবারে মুগ্ধ হয়ে ৪৯ লক্ষ টাকা বকশিস হলিউড তারকা জনি ডেপের!

রেস্তরাঁয় প্রচুর হইহুল্লোড় করেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত তারকা।

Johnny Depp reportedly leaves Rs 49 lakh tip after lavish Indian dinner in Birmingham | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 7, 2022 10:03 pm
  • Updated:June 7, 2022 10:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করে জয় পেয়েছেন। খুশিতে আত্মহারা হলিউড তারকা জনি ডেপ (Johnny Depp) ।  সেলিব্রেশনের জন্য বেছে নিলেন ভারতীয় রেস্তরাঁকে। ভারতীয় রেস্তরাঁর খাবারে এতটাই মুগ্ধ হয়েছেন, রেস্তরাঁয় নাকি ৪৯ লক্ষ টাকা বকশিস দিয়েছেন জনি। 

johnny-depp-amber-heard-2

Advertisement

২০১৫ সালে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিয়ে হয় জনি ডেপের। এক বছরেই মোহভঙ্গ। মামলা-মোকদ্দমার পর ডিভোর্স হয় ২০১৭ সালে। এরপর নিজেকে গার্হস্থ্য হিংসার শিকার বলে দাবি করে ২০১৮ সালে ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি প্রতিবেদন লিখেছিলেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার। লেখায় সরাসরি জনির নাম না নিলেও তিনিই টার্গেট ছিলেন বলে দাবি করে পালটা মানহানির মামলা ঠোকেন ‘জ্যাকস্প্যারো’। চেয়ে বসেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। তাঁর দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন প্রাক্তন স্ত্রী। 

johnny-depp-amber-heard

[আরও পড়ুন: ‘মিও আমোরে’র পর এবার রূপঙ্করকে বয়কট কলকাতার নামী রেস্তরাঁর, বাজবে না শিল্পীর গান?]

গত ছ’সপ্তাহ ধরে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও। তবে শেষ হাসি হাসেন জনি। বুধবার গভীর রাতে (ভারতীয় সময়) মামলায় রায় দেয় সাত সদস্যের জুরি। জানায়, ওই লেখায় সত্যিই সম্মানহানি হয়েছে জনির। অ্যাম্বারের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবমাননাকর। এর জন্য অ্যাম্বারের মোটা টাকা জরিমানা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী প্রাক্তন স্বামীকে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে অ্যাম্বারকে। 

Viral post of Saudi man wishes to marry Amber Heard | Sangbad Pratidin

আদালতের এই রায়ের পরই বন্ধুবান্ধবদের নিয়ে বার্মিংহামের ভারতীয় রেস্তরাঁয় চলে যান জনি ডেপ। শোনা যায়, সেখানে প্রচুর হইহুল্লোড় করেন  ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা। সেরা ভারতীয় খাবারগুলি অর্ডার দেন তিনি। ককটেলের বন্যা বয়ে যায়। খোলা হয় ‘রোজ শ্য়ম্পেনে’র বোতল। শোনা যায়, রেস্তরাঁ ছাড়ার আগে কর্মীদের মোটা টাকা বকশিস দিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা। আর এতেই তাঁর যে ডলার খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় তা ৪৮ লক্ষ টাকার সমান। 

Indian restaurant in Birmingham

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে গ্রেপ্তারি, কে এই রোদ্দুর রায়? কী তাঁর আসল নাম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement