Advertisement
Advertisement
John Abraham

বলিউডে অভিনেতাদের কাজের স্বাধীনতা নেই! উদ্বিগ্ন জন আব্রাহাম, হলটা কী?

কেন অভিনেতাদের কাজের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন জন?

John Abraham says he is ‘very worried’ about the Hindi film industry

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:March 29, 2025 6:00 pm
  • Updated:March 29, 2025 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মার্চ বড়পর্দায় মুক্তি পেয়েছে জন আব্রাহামের নতুন ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’। ছবিটি এখনও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। বক্স অফিসে ৩০ কোটির ব্যবসা করেছে এই ছবি। ছবির প্রচারেও নাকি তেমন জোর দেননি অভিনেতা। কিন্ত ঠিক কী কারণে নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে রেখেছেন জন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে বর্তমানে কাজের ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এমনকী ক্ষোভ উগরে দিতেও ছাড়েননি। সাংবাদিকরা তাঁকে হালের বলিউডি ছবির বিষয় ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানান, “এটা ভীষণ ভয়ানক একটা বিষয়। এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হিসাবে এটা নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। আমি বলছি না যে, একা আমিই হিন্দি ছবির পতাকাধারী বা আমিই একা অন্যরকম কিছু কাজ করার চেষ্টা করছি- কিন্তু এটাও ঠিক যে আমার মতো হাতেগোনা দু’চার জনই ইন্ডাস্ট্রিতে রয়েছেন যাঁরা সত্যিই অন্যরকম কিছু করার চেষ্টা করছেন।” পাশাপাশি একজন বাণিজ্যিক ছবির অভিনেতা হিসাবে জন দাবি করেন, “বাণিজ্যিক ছবিতে আমি যেকোনও ধরনের কাজ করতে পারি। কিন্তু যখন নতুন কোনও ভাবনা নিয়ে কাজ করব তখন একজন অভিনেতা হিসাবে আমার সেই স্বাধীনতাটুকু থাকা দরকার। কাজের স্বাধীনতা পেলে তবেই তো ইন্ডাস্ট্রির জন্য নতুন কিছু করতে পারব। কিন্তু ভালো কাজ করার পরও যখন প্রতিদিন কেউ না কেউ আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে শোকবার্তা লেখে তখন ভালো লাগে না। মনে হাজার প্রশ্ন ও সংশয় জাগে।” এভাবেই সাংবাদিকদের কাছে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা।

Advertisement

উল্লেখ্য, খুব শীঘ্রই অভিনেতা শুরু করবেন তাঁর আগামী ছবির কাজ। মালয়ালম ছবি ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন জন। এই ছবিতে আবার অ্যাকশন হিরো অবতারে দেখা যাবে তাঁকে। গত চার বছর আগে এই ছবির স্বত্ব কিনেছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এই ছবি প্রযোজনাও করবেন তিনি। এছাড়া অভিনেতার আরও একটি নতুন ছবি ‘তেহেরান’ মুক্তি পাবে এই বছরের দ্বিতীয়ার্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub