Advertisement
Advertisement

Breaking News

John Abraham

OMG! ইনস্টাগ্রামে নগ্ন ছবি পোস্ট করলেন জন আব্রাহাম! কিন্তু কেন?

দেখেছেন ছবিটি?

John Abraham posted bold picture on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 2, 2021 2:59 pm
  • Updated:March 2, 2021 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বসন্তে নেটদুনিয়ার তাপমাত্রা বাড়িয়ে দিলেন জন আব্রাহাম (John Abraham)। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। তাতেই শোরগোল ভারচুয়াল জগতে।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে ছবিটি পোস্ট করেছেন জন। ছবিতে দেখা যাচ্ছে, একটি সোফার উপরে হাসিমুখে বসে রয়েছেন বলিউড তারকা। শরীরে এক টুকরো সুতো পর্যন্ত নেই। গোপনাঙ্গ ঢেকেছেন একটি বালিশ দিয়ে। তাতেই মজেছেন নেট নাগরিকরা। অনেকেই অভিনেতার শরীরের প্রশংসা করেছেন। কিন্তু কেন এমন পোস্ট বলিউড তারকার? উত্তর ক্যাপশনেই দিয়েছেন তিনি। লিখেছেন, “পোশাকের জন্য অপেক্ষা করছি।”

Advertisement

[আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতার দায় শুধু বামেদের নয়! একযোগে তৃণমূল-বিজেপিকে বিঁধলেন শ্রীলেখা ]

মার্চের শুরুতেই ‘এক ভিলেন রিটার্নস’ (Ek Villain Returns) ছবির শুটিং শুরু করেছেন জন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দিশা পাটানি (Disha Patani)। মোহিত সুরীর পরিচালনায় একসঙ্গে কাজ করছেন দুই তারকা। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Abraham (@thejohnabraham)

১৯ মার্চ আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জন আব্রাহাম, ইমরান হাসমি, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল অভিনীত ‘মুম্বই সাগা’ (Mumbai Saga)।  উল্লেখ্য, মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন জন। পরে অভিনয় জগতে হ্যান্ডসাম অ্যাকশন হিরো হিসেবে যাত্রা শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি নিজের সিক্স প্যাক অ্যাবের জন্য বরাবর চর্চায় থাকেন বলিউড তারকা। এর আগেও ‘দোস্তানা’ ছবিতে পরনের প্যান্ট নামিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল সেই ছবিটি। তারপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। তবে ৪৮ বছরের তারকার শারীরিক গঠনে বিশেষ পরিবর্তন হয়নি বলেই মনে করছেন নেটদুনিয়ার বাসিন্দারা।  

[আরও পড়ুন: ‘আমাদের রক্ত বেচে আত্মনির্ভর ভারত হবে?’ গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ মিমির ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement