Advertisement
Advertisement

Breaking News

John Abraham

নতুন বছরে নতুন বাড়ি, ৭০ কোটির তাক লাগানো বাংলো কিনলেন জন আব্রাহাম

বাংলো সংলগ্ন একটি জমিও কিনেছেন বলিউড অভিনেতা।

John Abraham buys a bungalow worth Rs 70.83 crore | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 1, 2024 1:08 pm
  • Updated:January 1, 2024 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন বাড়ি। ২০২৩ সাল মোটের উপর ভালোই কেটেছে জন আব্রাহামের (John Abraham)। পাঠান ছবিতে খলনায়কের ভূমিকায় শাহরুখ খানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে অভিনয় করে গিয়েছেন। তেইশের ‘সেরা ভিলেনের’ তালিকায় তাঁকে শীর্ষস্থানে রাখলেও অত্যুক্তি হয় না! এবার চোখ ধাঁধানো নতুন বাংলো কিনে ফেললেন জন আব্রাহাম।

মুম্বইয়ের খর এলাকায় সেই বাংলো। যার দামও চমকে দেওয়ার মতো! ৫,৪১৬ বর্গফুটের সেই বাংলো কিনতে ৭০.৮৩ কোটি টাকা খরচ করেছেন জন আব্রাহাম। শুধু তাই নয়, খর এলাকার ওই বাংলো সংলগ্ন ৭,৭২২ বর্গফুটের একটা জমিও কিনেছেন অভিনেতা। গত ২৭ ডিসেম্বর রেজিস্ট্রেশন হয়েছে। মানিকন্ট্রোল ডট কম সূত্রে খবর, ৪.২৪ কোটি টাকায় স্ট্যাম্প ডিউটি কিনেছেন জন আব্রাহাম।

Advertisement

[আরও পড়ুন: নবাবি স্টাইলে নতুন বছরকে স্বাগত সইফ-করিনার, ফাঁস পতৌদিদের অন্দরমহলের ছবি]

মুম্বইয়ের অন্যতম বিলাবহুল অঞ্চল খর। লিংকিং রোডের উপর ওই সুসজ্জিত বাংলো। শহরের সবথেকে ভালো লোকেশনে নতুন বাড়ি কিনেছেন তিনি। কমার্শিয়াল অঞ্চলের পাশাপাশি বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে ওই অঞ্চলে। রাজেশ খান্নার বাংলোও ওই একই অঞ্চলে।

জন আব্রাহামের মতো রণবীর-দীপিকাও এই বছরই নতুন ঠিকানায় গৃহপ্রবেশ করবেন। সম্প্রতি অমিতাভ বচ্চনও নিজের জুহুর বাংলো, প্রতিক্ষার মালিকানা কন্যা শ্বেতা বচ্চনের নামে করে দিয়েছেন। যা নিয়ে বচ্চন পরিবারের অন্দরে মান-অভিমানের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জন আব্রাহামের ৭০ কোটির বাংলো ‘টক অফ দ্য টাউন’।

[আরও পড়ুন: বিয়ে করছেন রকুলপ্রীত-জ্যাকি, প্রেমের বছর ঘুরতেই দিলেন সুখবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement