Advertisement
Advertisement

Breaking News

মুখে দাড়ি, চোখে ক্ষিপ্রতা, ‘বেদা’র ফার্স্ট লুকে চমক জন আব্রাহামের, নায়িকা কে?

প্রথম এই ঝলকেই দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিলেন অভিনেতা।

John Abraham and Nikkhil Advani reunite after Batla House, Here is the First Look poster of Vedaa | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 7, 2024 2:48 pm
  • Updated:February 7, 2024 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ ভর্তি দাড়ি। চোখের চিতার মতো ক্ষিপ্রতা। নতুন বছরের দ্বিতীয় মাসেই দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিলেন জন আব্রাহাম (John Abraham)। শেয়ার করলেন নিজের আগামী ছবি ‘বেদা’র (Vedaa) ফার্স্ট লুক। দুটি ছবি শেয়ার করেছেন জন। যার একটিতে দেখা যাচ্ছে বলিউডের এক উদীয়মান নায়িকাকে।

Jon-Vedaa-2

Advertisement

কে এই নায়িকা যাঁকে জনের পিছনে দেখা যাচ্ছে? তিনি আর কেউ নন বলিউডের নতুন ‘বাবলি’ শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। হ্যাঁ, ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমায় রানি-সইফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই মেয়ে। ‘বাজিরাও মস্তানি’, ‘সনু কে টিটু কি সুইটি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী। তার পর শুরু করেন অভিনয়। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’তে দেখা গিয়েছিল শর্বরীকে। তার পরই ‘বান্টি অউর বাবলি ২’তে সুযোগ পান।

Sharvari

[আরও পড়ুন: বিষাক্ত সাপের আতঙ্কেও খালি পায়ে ‘ভূতপরী’ জয়া! হাড়হিম করা গল্প পরিচালক সৌকর্যর মুখে ]

এবার ‘বেদা’ সিনেমায় শর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে। তার চোখে রয়েছে জল, আর আক্রোশ। পোস্টারের ক্যাপশনে জন লিখেছেন, “ওর ত্রাতার প্রয়োজন ছিল, পেল অস্ত্র।” শোনা গিয়েছে, ছবিতে শর্বরীর চরিত্রের মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এই ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Jon-Vedaa-1

গত বছর শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এ ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল জনকে। এবার বহুদিন বাদে পরিচালক নিখিল আডবাণীর সঙ্গে জুটি বাঁধলেন তারকা। আগামী ১২ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ‘বেদা’। নতুন এই ছবির প্রযোজনতেও অংশীদার জন।

[আরও পড়ুন: পড়াশোনার জন্য রাস্তায় খাবার বিক্রি তরুণের, ‘ভাইটি’র পাশে দাঁড়িয়ে বিশেষ আর্জি স্বস্তিকার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement