সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জুড়ে গেল সইফ আলি খানের নাম। তাও আবার তারকার অজান্তেই। জইশের হুমকি ভিডিওতে সইফের ছবি ব্যবহার করা হয়েছে। ‘X’ হ্যান্ডেলের পোস্টে এমনটাই জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে। দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।
‘X’ হ্যান্ডেলের ওই পোস্টে পুলিশ ‘সাবধান’ কথাটি লিখে জানিয়েছে, হুমকি ভিডিওটি পাঁচ মিনিট ৫৫ সেকেন্ডের। আর তাতে সইফের ছবির পাশাপাশি তাঁর ‘ফ্যান্টম’ (২০১৫ সালে মুক্তি পায় ছবিটি) সিনেমার পোস্টারও ব্যবহার করা হয়েছে। সোমবার দুপুর দুটো নাগাদ ভিডিওটি প্রকাশ করা হয়। তাতেই আম জনতার জন্য পুলিশের নির্দেশিকা, কেউ যেন এই ভিডিও ফরোয়ার্ড না করেন। পাশাপাশি এমন কোনও বার্তা বা ভিডিও পেলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।
কোন ফোন নম্বর থেকে কবে, কখন ভিডিও পাঠানো হয়েছে তাও যেন জানানো হয় পুলিশকে। কোনও পুলিশ অফিসার যদি এই সংক্রান্ত রিপোর্ট পান তাহলে তা যেন অবিলম্বে নিজের উর্ধ্বতন আধিকারিককে জানান। কোনও পরিস্থিতিতেই যেন কেউ এই ভিডিও ফরোয়ার্ড না করেন। যদি তা করেন তাহলে UAPA-র ১৩ ও ১৮ ধারায় সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) বার বার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। এর মধ্যে ডোডা ও কাঠুয়ায় শহিদ হয়েছেন ১০ জওয়ান। আর এই জোড়া হামলারই দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স। কেবল দায় স্বীকার করাই নয়, আগামিদিনে আরও হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এই পরিস্থিতিতে পুলিশ সূত্র দাবি করছে, এসবই জইশের ছক। বিশেষ উদ্দেশ্যেই এই ধরনের ছায়াগোষ্ঠীগুলিকে ব্যবহার করে তারা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.