Advertisement
Advertisement

Breaking News

Jisshu U Sengupta

ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের উর্দি গায়ে যিশুর এ কোন অবতার?

অভিনেতার হাতে বন্দুকও রয়েছে।

Jisshu U Sengupta turns police for this new movie | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 30, 2023 3:51 pm
  • Updated:September 30, 2023 10:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের উর্দি গায়ে যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। হাতে আবার বন্দুক। তাতেই কৌতূহল। সামনেই ‘দশম অবতার’-এর মুক্তি। তার মাঝে অভিনেতার এ কোন অবতার? এ সবই যিশু করেছেন তেলুগু ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এর জন্য।

Jissu-Poster

Advertisement

তেলুগু সুপারস্টার রবি তেজার ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’। অ্যাকশন-থ্রিলার এই সিনেমার পরিচালক ভামসি। ছবিতে পুলিশ অফিসার সিআই মৌলির ভূমিকায় অভিনয় করেছেন যিশু। তার জন্যই এই দুর্ধর্ষ লুক। রবি তেজা, যিশু ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতী স্যাননের বোন নূপুর স্যানন, অনুপম খের, রেণু দেশাই, মুরলী শর্মা।

[আরও পড়ুন: ‘তুমি খোলা হাওয়ার মতো…’, ‘ইন্ডাস্ট্রি’ বুম্বার জন্মদিনে একরাশ শুভেচ্ছা ঋতুপর্ণার]

উল্লেখ্য, বাংলার পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে অভিনয় করছেন যিশু। ২০২২ সালে অভিনেতার মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে দু’টি বাংলা সিনেমা আর তিনটি তেলুগু ছবি। চলতি বছরেও এমন ট্রেন্ডই দেখা যাচ্ছে। অভিনেতার মুক্তি পাওয়া বাংলা সিনেমা এখনও পর্যন্ত ‘পালান’। পুজোয় মুক্তি পাবে ‘দশম অবতার’। বাদ বাকি সিনেমার তালিকায় তেলুগু, মালয়ালম আর বাই লিঙ্গুয়াল (কন্নড়-তামিল) সিনেমাই দেখা যাচ্ছে।

Dawshom-Awbotaar-Jisshu

‘টাইগার নাগেশ্বর রাও’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। ছবিতে ফের একবার প্রবীর রায়চৌধুরি হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সঙ্গী খোকা অর্থাৎ অনির্বাণ ভটাচার্য। আর ট্রেলার দেখে যেটুকু আভাস পাওয়া গিয়েছে তাতে যিশু অভিনয় করেছেন সিরিয়াল কিলারের ভূমিকায়।

[আরও পড়ুন: এবার পুজোর গেম চেঞ্জার! দুরন্ত অ্যাকশন, সাসপেন্সে মোড়া ‘রক্তবীজ’ ট্রেলার, ঝলকেই বাজিমাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement