Advertisement
Advertisement
যিশু সেনগুপ্ত

জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে যিশু, বিপরীতে কঙ্গনা

ছবিতে কোন চরিত্রে দেখা যাবে যিশুকে? জানুন বিশদে।

Jisshu Sengupta will be seen in Kangana's 'Thalaivi' important character
Published by: Sandipta Bhanja
  • Posted:February 18, 2020 9:09 pm
  • Updated:February 18, 2020 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মনিকর্ণিকা’র পর ফের কঙ্গনা রানাউতের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। টলিউড কিংবা বলিউডের পাশাপাশি, তেলেগু ইন্ডাস্ট্রিতেও আপাতত চুটিয়ে কাজ করছেন অভিনেতা। রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত, ইলিনা ডি’ক্রুজ, বিদ্যা বালান, একে একে বলিউডের প্রথমসারির সব নায়িকার নায়কই হয়েছেন তিনি। শোনা গেল, ‘মনিকর্ণিকা’র সময়ে যিশুতে নাকি এমন মুগ্ধ হয়েছেন কঙ্গনা, যে ‘থালাইভি’র জন্য প্রস্তাব গিয়েছে যিশু সেনগুপ্তর কাছে। কঙ্গনার বহুল চর্চিত ‘থালাইভি’র স্টারকাস্টে নয়া সংযোজন যিশু সেনগুপ্ত।

তা কোন চরিত্রে দেখা যাবে যিশুকে? তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে যিশুকে দেখা যাবে তৎকালীন দক্ষিণী অভিনেতা শোভনবাবুর চরিত্রে। একটা সময়ে শোনা গিয়েছিল, জয়ললিতার সঙ্গে নাকি শোভনবাবুর একটা সম্পর্কও তৈরি হয়েছিল। সেই চরিত্রেই দেখা যাবে যিশুকে। বলা ভাল, একের পর এক বড় ছবি দিয়ে মুম্বইতেও নিজের জায়গাটা শক্ত করে নিয়েছেন এই বাঙালি অভিনেতা। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার সঙ্গে সই-সাবুদ হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তাপস পালের মৃত্যুতেও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ-অধীররা ]

গত বছরের শেষের দিকেই মুক্তি পেয়েছে যিশু সেনগুপ্ত অভিনীত ‘ঘরে বাইরে আজ’। সম্প্রতি, জানা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে কমবয়সি সৌমিত্রর ভূমিকায় অভিনয় করবেন যিশু। ঘোষণা করেছেন ছবির পরিচালক তথা অভিনেতা পরমব্রত চটোপাধ্যায় নিজে। অন্যদিকে বলিউডেও তাঁর হাতে আপাতত একগুচ্ছ ছবির কাজ। টলিউড কিংবা বলিউড, আপাতত দুই ইন্ডাস্ট্রিতেই যে চুটিয়ে কাজ করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত, তা বলাই বাহুল্য। উপরন্তু যোগ দিয়েছেন ভূমি পেড়নেকরের ‘দুর্গাবতী’ টিমে। যে ছবির প্রযোজনা করছেন অক্ষয় কুমার। বলিউড ছবি ‘দেবিদাস ঠাকুর’-এও দেখা যাবে যিশুকে। অন্যদিকে, ‘অশ্বথামা’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতেও পা রাখতে চলেছেন অভিনেতা।

[আরও পড়ুন: ‘মারধরের বিষয়ে আমিই সেরা’, সরকারি কর্মীদের হুমকি সানি দেওলের ]

মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা যাবে যিশুকে। শুটিং শেষ। অপেক্ষা শুধু মুক্তির। এরপর আবার ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর বায়োপিকে স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রেও রয়েছেন যিশু। তাঁর বিপরীতে বিদ্যা বালান। এককথায়, এখন টলিউডের ব্যস্ততম অভিনেতা যিশু সেনগুপ্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement