Advertisement
Advertisement
Jishu Sengupta

‘ঝিন্দের বন্দি’র রিমেকে যিশু-অনির্বাণ? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে

১৯৬১ সালে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত 'ঝিন্দের বন্দি' মুক্তি পেয়েছিল।

Jishu Sengupta and Anirban Bhattacharya may act in Jhinder Bandi| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 18, 2023 9:35 pm
  • Updated:December 18, 2023 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল যে পরিচালক অরিন্দম শীল, তপন সিনহার জনপ্রিয় ছবি ‘ঝিন্দের বন্দি’-র রিমেক তৈরি করছেন। টলিপাড়ায় এবার কান পাতলে  শোনা যাচ্ছে, অরিন্দম শীলের এই ছবিতে নাকি জুটি বাঁধছেন যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য! টলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির প্রযোজক এভিএফ।

খবর রয়েছে, চিত্রনাট্যকর অরিজিৎ বিশ্বাস প্রাথমিকভাবে একটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ অরিন্দম ও ছবির টিম।

Advertisement

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায় অভিনীত এই ছবি ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ঝিন্দের বন্দি’।

এবারের পুজোয় মুক্তি পায় অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’। এই ছবিতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘মিতিন মাসি’ ছবির প্রচারের সময়ই ‘ঝিন্দের বন্দি’ নিয়ে খবর রটেছিল। তখনও এই নিয়ে মুখ খুলতে চাননি অরিন্দম। এবারও এই বিষয়ে মুখ খুলতে নারাজ অরিন্দম, যিশু ও অনির্বাণরা।

[আরও পড়ুন: ‘২৫০ কোটি নিলে, আর কত?’, চড়াও ‘কবীর সিং’! কাকে দেখে মেজাজ সপ্তমে শাহিদ কাপুরের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement