Advertisement
Advertisement

Breaking News

Jimmy Kimmel Trolled

‘RRR’কে বলিউড সিনেমা বলায় বিপত্তি, নেটিজেনদের রোষানলে অস্কারের সঞ্চালক জিমি

তীব্র কটাক্ষ করা হয়েছে মার্কিন তারকাকে।

Jimmy Kimmel trolled for calling RRR Bollywood Film at Oscars 2023 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 13, 2023 5:11 pm
  • Updated:March 15, 2023 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা পূরণ হয়েছে। সেরা অরিজিনাল সং বিভাগে অস্কার (Oscars 2023) জিতে নিয়েছে ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গান। চারদিকে উচ্ছ্বাস আর শুভেচ্ছার বন্যা। তবে অস্কারের সঞ্চালক জিমি কিমেলের (Jimmy Kimmel) উপর ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, ‘RRR’-কে ‘বলিউড সিনেমা’ বলেছেন অস্কারের সঞ্চালক।

Kimmel-RRR-1
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক জিমি কামেল। এবার অস্কারের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। শোয়ের শুরুতেই ‘RRR’ সিনেমার প্রসঙ্গ তোলেন তিনি। ডলবি থিয়েটারে ‘নাতু নাতু’ গানে পারফর্ম করার জন্য যে শিল্পীরা এসেছিলেন, তাঁরা সঞ্চালককে ঘিরে ধরেছিলেন। সেই সময়ই সংলাপ বলতে গিয়ে রাজামৌলি পরিচালিত ‘RRR’ সিনেমাকে বলিউড সিনেমা বলে ফেলেন মার্কিন সঞ্চালক। এতেই আপত্তি নেটিজেনদের একাংশের।

Advertisement

[আরও পড়ুন: ‘মাতৃভূমির জন্য’ অস্কারের মঞ্চে বার্তা, মন জিতলেন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পরিচালক]

এসএস রাজামৌলি পরিচালিত, রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘RRR’ মোটেও বলিউড সিনেমা হয় তা আসলে টলিউড অর্থাৎ তামিল সিনেমা। একথা জিমিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন।

এর আগে, গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে এমএম কিরাবাণী সুরারোপিত ‘নাতু নাতু’। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার মধুরেণ সমাপয়েত হল ৯৫তম অস্কারের (Oscars 95) মঞ্চে। বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল ‘RRR’ সিনেমার ‘নাতু নাতু’ গান। মঞ্চে উঠে সোনালি পুতুল হাতে নেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস।

[আরও পড়ুন: অস্কার হাতে নিয়েই গান গেয়ে উঠলেন সুরকার কিরাবাণী, কী বললেন পরিচালক রাজামৌলি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement