Advertisement
Advertisement

Breaking News

Jeh Ali khan

ছেলে জেহর বায়নাক্কা শুনেই জোর ধমক সইফের! বাবার বকুনি খেয়ে কেঁদে ভাসাল তৈমুরের ভাই

জেহকে কাঁদতে দেখে সইফ-করিনার অনুরাগীদের একাংশের মন খারাপ। দেখুন ভিডিও।

Jeh cries as dad Saif Ali Khan scolds him, WATCH | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 6, 2024 1:01 pm
  • Updated:January 6, 2024 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইৎজারল্যান্ড থেকে মুম্বইতে পা রেখেই মাথা গরম সইফ আলি খানের। ছোট ছেলের বায়নাক্কা শুনে এমন বিরক্ত হন যে, পাপারাজ্জিদের ক্যামেরার তোয়াক্কা না করেই জোর ধমক দিলেন জেহকে। এদিকে বাবার বকুনি শুনে কেঁদে ভাসাল ছোট ছেলে। দাদা তৈমুরের কোনও ভ্রুক্ষেপই নেই! ফটোশিকারিদের লেন্সে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। জেহকে কাঁদতে দেখে সইফ-করিনার অনুরাগীদের একাংশের মন খারাপ।

ঠিক কী ঘটেছে? বিদেশে বর্ষবরণ করে মুম্বইতে যেদিন সপরিবারে পা রাখলেন সইফ, সেদিন বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখনই পিছন থেকে এসে গাড়ির সামনের সিটে বসার বায়নাক্কা জুড়ে দেয় জেহ। এদিকে সইফ-করিনার বড় সন্তান তৈমুর তখন সামনের সিটে বসে। ছেলের বায়না শুনে জোর গলায় কথা বলতে দেখা যায় সইফকে। বাবার ধমক শুনে তৎক্ষণাৎ হাঁপুস নয়নে কাঁদতে শুরু করে জেহ। এরপরই লক্ষ্মীছেলের মতো গাড়ির পিছনের সিটে মা করিনা এবং তাদের ন্যানির সঙ্গে বসে পড়ে সে। তবে করিনা সান্তাবনা দিলেও তার কান্না আর থামে না! সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: পুরনো চাল ভাতে বাড়ে! ‘প্রাক্তন’ রোহমনের জন্মদিনে বাঙালি ডাকনামেই আদর সুস্মিতার]

মিষ্টি খুদেকে এভাবে কাঁদতে দেখে নেটপাড়ার একাংশও বেশ কষ্ট পেয়েছে। এবছর একেবারে নবাবি স্টাইলে নিউ ইয়ারে উদযাপন করেন সইফ-করিনা। মা-বাবার সঙ্গে বর্ষবরণের আমেজে মেতেছিল খুদে জেহ-তৈমুরও। এবার মায়ানগরীতে পা রাখতেই সংবাদের শিরোনামে জায়গা করে নিল তারকাদম্পতির ছোট ছেলে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

[আরও পড়ুন: ছোট্ট মুখে মিষ্টি হাসি রাহার, আলিয়া-রণবীরের মেয়ের নতুন ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement