Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal Srabanti Chatterjee

‘গুঞ্জন এখন আর গায়ে লাগে না’, শ্রাবন্তীর সঙ্গে ছবি দিয়ে প্রশংসায় পঞ্চমুখ জীতু

সহ-অভিনেত্রীর সঙ্গে ছবি দিয়ে নিন্দুকদের বিঁধলেন জীতু।

Jeetu Kamal shares picture with Srabanti Chatterjee

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 16, 2024 4:05 pm
  • Updated:November 16, 2024 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায়ক-নায়িকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চোখে পড়লেই সোশাল মিডিয়ায় নানা রটনা রটে যায়! সে টলিউড হোক বা বলিউড, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে হিরো-হিরোইনের বন্ধুত্ব নিয়ে কম কুৎসা, চর্চা হয় না। ট্রোল-মিমেরও বন্যা বয়ে যায়। জীতু-শ্রাবন্তীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি! নবনীতা দাসের সঙ্গে জীতু কমলের (Jeetu Kamal) বিবাহ বিচ্ছেদের সময়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম জড়িয়ে রটে যায় নানা রটনা!

এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে যে, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি জীতু-নবনীতার সংসারে ভাঙন ধরে! সেই সময়ে অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘বাবুসোনা’ সিনেমার শুটিংয়ে লন্ডনে ব্যস্ত ছিলেন জীতু-শ্রাবন্তী। জল্পনা, গুঞ্জন এমন পর্যায়ে যায় যে, শেষমেশ লাইভে এসে নবনীতা দাস ভুল ভাঙাতে বাধ্য হন। অভিনেত্রী সাফ জানান, তাঁদের বিচ্ছেদের নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। সেই ঘটনার পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। বছর ঘুরতেই সম্প্রতি এসকে মুভিজ আয়োজিত জমজমাট অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিলেন জীতু-শ্রাবন্তী। সহ-অভিনেত্রীর সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে বিঁধলেন নিন্দুকদেরও।

Advertisement

ঠিক কী লিখেছেন জীতু কমল? সহ-অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে তিন তিনটি ছবি দিয়ে অভিনেতার ক্যাপশনে লেখা- ‘এখন আর কোনও গুঞ্জন, রটনা আমার মধ্যে প্রভাব ফেলে না। শ্রাবন্তী দারুণ একজন মানুষ।’ অভিনেত্রীর প্রোফাইলেও সেই ঝাঁ চকচকে ছবি দেখা যাচ্ছে। উল্লেখ্য, ‘বাবুসোনা’ সিনেমার পর আরও একটি সিনেমা ‘আমি আমার মতো’তে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন জীতু-শ্রাবন্তী। কমলেশ্বর মুখোপাধ‌্যায় পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন জীতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ‌্যায়। এছাড়াও কমলেশ্বরের এই সিনেমার অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। জানা গিয়েছে, লন্ডনে শুটিংও সেরে এসেছেন জীতু-শ্রাবন্তী। এবার দেখার পালা, পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের মন কতটা ছুঁতে পারে?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The jeetu🇮🇳J.K (@jeetu_kamal)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement