Advertisement
Advertisement
Aparajito

চিনের চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পেল ‘অপরাজিত’, কী প্রতিক্রিয়া নায়ক জিতুর?

আগামী ১২ আগস্ট আমেরিকায় মুক্তি পাবে ছবিটি।

Jeetu Kamal is happy reacted after Aparajito wins the Award at BRICS Film Festival 2022 under taken by Shanghai International Film Festival China | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 5, 2022 3:11 pm
  • Updated:August 5, 2022 4:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপরাজিত’ (Aparajito) সিনেমার সাফল্যের মুকুটে নয়া পালক। এবার চিনের চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জ্যুরি অ্যাওয়ার্ড পেল অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত সিনেমা। ফেসবুকে সুখবর জানালেন নায়ক জিতু কমল (Jeetu Kamal)। 

Aparajito 1

Advertisement

সিনেমাটোগ্রাফার সুপ্রতীম ভোলের পোস্ট শেয়ার করেছেন জিতু। সেই পোস্ট থেকেই জানা যায়, ২০২২ সালের BRICS চলচ্চিত্র উৎসবে বিশেষ এই সম্মান পেয়েছে ‘অপরাজিত’। এই উৎসবটি আবার চিনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অধীনে হয়। খুশির খবরটি জিতুর পাশাপাশি পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গেও শেয়ার করেন সুপ্রতীম। তাঁর পোস্ট শেয়ার করে হাতজোড় করা ইমোজি দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছেন জিতু। 

Jeetu-FB-Post

[আরও পড়ুন: চুক্তি ভেঙেছেন হরনাজ সিন্ধু, মিস ইউনিভার্সের নামে আদালতে দায়ের অভিযোগ ]

এ বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে জিতু জানান, শুক্রবার প্রযোজকের কাছ থেকে তিনি খুশির এই খবরটি জানতে পারেন। অভিনেতার মতে এভাবেই আরও মানুষের কাছে ‘অপরাজিত’ সিনেমা পৌঁছে যাবে। দর্শকরা ছবিটি উপলব্ধি করবেন। আগামী ১২ আগস্ট আমেরিকায় মুক্তি পাবে ‘অপরাজিত’। সেখানকার ৬০টি সিনেমা হলে দেখা যাবে ছবিটি। 

Aparajito

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির নেপথ্য কাহিনিই ‘অপরাজিত’ ছবির উপজীব্য। ছবির পুরোটাই শুট করা হয়েছে সাদা-কালোর আবহে। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। তাঁকে মুখ্য চরিত্রে রেখেই ‘পথের পাঁচালী’ ছবির বেশ কিছু দৃশ্য পুনর্নির্মাণ করেছেন অনীক। যা দর্শকদের ফিরিয়ে দিচ্ছে ‘পথের পাঁচালী’র স্মৃতি। সেই টানেই দর্শকরা গিয়েছেন সিনেমা হলে। 

সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও প্রশংসা পেয়েছে ‘অপরাজিত’। জিতুর অভিনয়ও প্রশংসিত হয়েছে। এত সম্মান, এত পুরস্কারের মতো প্রথম শট দেওয়ার স্মৃতি আজও স্পেশ্যাল জিতুর কাছে। দেড়পাতার সংলাপ বলার সময় খুবই নার্ভাস ছিলেন অভিনেতা। শটের পর হাততালি পেয়েছিলেন তিনি। সেই সময় শমীক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও পেয়েছিলেন। ‘তুমি ঠিক পথে এগোচ্ছ’, বলেছিলেন তিনি। সে কথা পরম পাওনা বলেই জানান অভিনেতা। গত ১৩ মে সিনেমার মুক্তির আগে সন্দীপ রায়ও জিতুকে আশ্বস্ত করেছিলেন। আপাতত ‘তীতুমীর’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন জিতু। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। 

[আরও পড়ুন: ‘রক্ষাবন্ধন’ ছবির প্রচারে কেঁদে ভাসালেন অক্ষয় কুমার! ব্যাপারটা কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement