Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal

‘তোমাকে ভুলতে চাই…’, নবনীতা কেন্দ্রিক ভ্রান্ত ধারণা ভাঙালেন জীতু

ফেসবুক পোস্টে এবার কী লিখলেন অভিনেতা?

Jeetu Kamal clears the air about his social media post | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 10, 2023 8:11 pm
  • Updated:October 10, 2023 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচ মাসে নানা পোস্ট করেছেন। তা কী নবনীতা কেন্দ্রিক? এমন প্রশ্ন একবার নয়, একাধিকবার উঠেছে। এবার সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন জীতু কমল (Jeetu Kamal)। যাবতীয় ভ্রান্ত ধারণা ভাঙালেন অভিনেতা।

Jeetu-Nabanita

Advertisement

চলতি বছরে আচমকাই অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) জীতুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান। পরে জীতুও এই খবরে সিলমোহর দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জীতু-নবনীতার অনুরাগীরা। এর পর থেকেই দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট চর্চার বিষয় হয়ে ওঠে। মন্তব্যের পালা চলতেই থাকে। সেই সমস্ত কিছুর জবাব সোশাল মিডিয়াতেই দিলেন জীতু।

[আরও পড়ুন: ‘KYC আপডেট’ করতে গিয়ে বিপত্তি! লক্ষাধিক টাকা খোয়ালেন আফতাব শিবদাসানি]

মঙ্গলবার ফেসবুকে জীতু লেখেন, “তোমাকে ভুলতে চাই। তোমার কাছ থেকে এত দূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না। উক্তিটি কার উদ্দেশ্যে, কে বলেছিলেন? কেন বলেছিলেন জানলেও বলুন দেখি…।”

উত্তরটি অভিনেতা নিজেই দিয়ে দেন পোস্টের কমেন্ট বক্সে। লেখেন, “উক্তিটি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা। কবিতা লেখার প্রাক্কালে, কবিগুরু এতটাই আছন্ন হয়ে থাকতেন সৌমিত্র বাবুর মন জুড়ে, যে নিজের সৃষ্টিতে ব্যাঘাত ঘটত। তাই তিনি এই উক্তিটি করেন। দয়া করে পার্সোনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫ মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।”

Jeetu-Post

[আরও পড়ুন: ‘কী ব্যাপার মহিষাসুর…’, দুর্গা সেজে হাজির অপরাজিতা আঢ্য, ফোনেই দিলেন অসুরকে ধমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement