Advertisement
Advertisement

Breaking News

Jeet

প্রিয় ‘মানুষ’কে কাছে টানলেন জিৎ, ভালোবেসে বললেন, ‘তুমি আমারই হবে…’

নভেম্বরে মুক্তি পাবে জিতের নতুন ছবি 'মানুষ'।

Jeet's new movie Manush Song out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 31, 2023 2:17 pm
  • Updated:October 31, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে চমকে উঠবেন না। টলিউড সুপারস্টার জিৎ, নতুন কোনও সম্পর্কে জড়াননি। বরং এই গপ্পো একেবারেই ফিল্মি। প্রকাশ্য়ে এল জিতের নতুন ছবি ‘মানুষ’-এর গান ‘তুমি আমারই হবে’। আর সেই গানেই অভিনেত্রী সুস্মিতার সঙ্গে রোমান্সে মাতলেন জিৎ।

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। এর আগে সারা ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। এবার ‘মানুষ’-এর ক্ষেত্রে তা হবে কি? প্রশ্নের উত্তর জানা যাবে ২৪ নভেম্বর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষ’।

Advertisement

[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]

‘সাথী’র পর থেকেই টলিউডের ‘বস’ হয়ে উঠেছেন জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত রোম্যান্টিক ছবি টানা ২৫ সপ্তাহ হাউজফুল শো উপহার দিয়েছিল। ফিল্মি কেরিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তারকাকে।

গত ২ দশকে পঞ্চাশেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জিৎ। যার মধ্যে কুড়িটির বেশি ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টলি পর্দার ‘বস’। প্রতিবার জিতের সিনেমা মানেই তাঁর অনুরাগীদের কাছে উৎসবের আবহ। এবার ‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে তারকাকে। ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী।

[আরও পড়ুন: নেপথ্যে বজরংবলী, ‘সিংহম এগেইন’-এ ফের সিম্বা লুকে হুঙ্কার রণবীর সিংয়ের]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement