Advertisement
Advertisement

Breaking News

Jeet

জিৎ মামার কোলে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনী, কান্নাকাটি নেই, যেন লক্ষ্মীমেয়ে

মিষ্টি ভিডিও মন কাড়ল সকলের।

Jeet with Subhashree Ganguly's daughter, viral video
Published by: Sandipta Bhanja
  • Posted:October 17, 2024 9:24 pm
  • Updated:October 17, 2024 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য একবছরে পা রাখল টলিউড সুপারস্টার জিতের (Jeet) পুত্রসন্তান রোনাভ। সেই প্রেক্ষিতেই বেশ জমজমাট সেলিব্রেশন হয়েছে। জিৎপুত্রের বার্থডে পার্টিতে আমন্ত্রিত ছিলেন রাজ-শুভশ্রীও। ছেলে যুবান এবং মেয়ে ইয়ালিনীকে নিয়ে খুদের জন্মদিনের উদযাপনে হাজির হয়েছিলেন তারকাদম্পতি। সেখানেই ক্যামেরায় ধরা পড়ল এক দারুণ মুহূর্ত।

জিতের কোলে দিব্যি ঘুরছে শুভশ্রীকন্যা (Subhashree Ganguly) ইয়ালিনী। কান্নাকাটি, বিরক্ত কিছুই নেই। মিষ্টি চোখে চেয়ে দেখছে চারদিক। একেবারে যেন লক্ষ্মীমেয়ে। গেম, বস থেকে অভিমান-সহ একাধিক ছবিতে একসময়ে টলিউডের বক্স অফিস কাঁপিয়েছে জিৎ-শুভশ্রী জুটি। দীর্ঘ বহু বছর যদিও দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যায় না, তবে বন্ধুত্ব এখনও অটুট রয়েছে তাঁদের। রোভানের একবছরের জন্মদিনের পার্টিতে আবারও সেটারই প্রমাণ মিলল। শুভশ্রীর মেয়েকে কোলে নিয়ে দিব্যি ঘুরলেন জিৎ। মায়ের প্রিয় কোস্টার বলে কথা, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করা যায়!

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গেল, গোলাপি রঙের জামায় ফুটফুটে ইয়ালিনী। জিৎ মামার কোলে চড়ে শান্তভাবেই ঘুরছে সে। অন্যদিকে টলিউডের সুপারস্টার ‘বস’কে দেখা গেল লাল রঙের পাঞ্জাবিতে। এদিন বাবা জিতের কোলে চড়েই টু টায়ার কেক কাটে রোভান। পাশেই দাঁড়িয়ে অভিনেত্রী স্ত্রী মোহনা এবং মেয়ে নভন্যা। রোভানের বার্থডে পার্টির বিভিন্ন মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখান থেকেই নজর কাড়ল জিৎ এবং ইয়ালিনির মিষ্টি ভিডিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement