সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর (Ram Navami) দিনই ‘রাবণ’ ছবির ট্রেলার প্রকাশ করলেন জিৎ (Jeet)। বক্স অফিসের যুদ্ধে নামার আভাস দিলেন টলিউড তারকা। অ্যাকশনে ভরপুর সিনেমাটি মুক্তি পাবে ২৯ এপ্রিল।
কলিযুগে দুষ্টের দমন করার জন্য রামের নয় রাবণের প্রয়োজন, এই বার্তাই ট্রেলারে দেওয়া হয়েছে। ভিডিওর শুরুতে রাবণ হিসেবে থাকলেও তারপরই আবার রাম মুখোপাধ্যায় হিসেবে নিজের পরিচয় দিয়েছেন জিৎ। কলেজের অধ্যাপক রাম। ছাত্রছাত্রীদের সাংবাদিকতার পাঠ দেন। এর মধ্যেই আবার নিজের ছাত্রীর রাইয়ের প্রেমে পড়ে যান। মিষ্টি এই প্রেমের কাহিনি বেশ কিছুক্ষণ চলে। তারপরই আবার পালটে যায় কাহিনি। রাবণ অবতারে দুষ্টের সংহার করতে দেখা যায় জিৎকে।
ছবিতে জিৎ ছাড়াও রাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya)। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শতাফ ফিগারের মতো অভিনেতারা।
তবে নতুন এই ছবিতে আলাদাভাবে নজর কেড়েছে জিতের লুক। রামের ভূমিকায় যে মানুষটি হ্যান্ডসাম হাঙ্ক ছিলেন, তিনিই আবার রাবণের ভূমিকায় নিজের ভোল পালটে ফেলেছেন। মাথায় ঢেউ খেলানো চুল, এক চোখের রং তীব্র লাল। এতেই দোর্দণ্ডপ্রতাপ রাবণ হয়ে উঠেছেন জিৎ।
উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারিই মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী জুটির নতুন ছবি ‘কিশমিশ’। সেই ছবির সঙ্গেই পাল্লা দেবে দেবে জিতের ‘রাবণ’। অর্থাৎ এবার বক্স অফিসের যুদ্ধে বাংলার দুই মহারথী। শেষ হাসি কে হাসবেন তা তো ভবিষ্যৎই বলবে। তবে প্রচারে কোনও তারকাই খামতি রাখবেন না। এটুকু বলা যেতেই পারে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.