Advertisement
Advertisement

Breaking News

Jeet-Allu Arjun

‘পুষ্পা ২’র প্রশংসায় পঞ্চমুখ জিৎ, আপ্লুত আল্লু অর্জুন

দুই তারকার মধ্যে কী কথোপকথন হল?

Jeet praises 'Pushpa 2', Allu Arjun gave 'humble' reply
Published by: Suparna Majumder
  • Posted:December 8, 2024 2:56 pm
  • Updated:December 8, 2024 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বাংলার ‘চেঙ্গিজ’, অন্যজন দাক্ষিণাত্যের ‘পুষ্পা’। দুজনই দুজনের গুণমুগ্ধ। তাই তো ‘পুষ্পা ২: দ্য রুল’ দেখে মুগ্ধ জিৎ। এক্স হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে ছবির ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা-প্রযোজক। বাংলার তারকার প্রশংসা পেয়ে আপ্লুত আল্লু অর্জুন। পালটা ধন্যবাদও জানিয়েছেন তেলুগু সুপারস্টার।

Jeet-Allu

Advertisement

মুক্তির তিন দিনের মধ্যেই পাঁচশো কোটির বেশি আয় করে ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। সারা বিশ্বের ব্যবসার জোরেই আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিলের ছবির এই সাফল্য। দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে পাঁচশো কোটির ক্লাবে। সিনেমা দেখে ছিটকে গিয়েছেন জিৎও।

নিজের এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘পুষ্পা ২ দেখলাম আর আমি সত্যিই ছিটকে গিয়েছি। অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার।’

নিজের এই পোস্টে ‘ওয়াইল্ড ফায়ার পুষ্পা’ লিখে তাঁকে ‘মাস্ট ওয়াচ’ হিসেবেও উল্লেখ করেছেন জিৎ। তাঁর এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘জিৎ গারু! এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসায় আমি ধন্য।’

 

উল্লেখ্য, একুশের ময়দানে ‘পুষ্পা’র রাজত্বের সূত্রপাত। সারা দেশে নায়ক আল্লু অর্জুনের উত্থান। এবার ছিল সাম্রাজ্য বিস্তারের পালা। সুকুমারের পরিচালনায় সেই কাজটি সুনিপুণভাবেই করেছেন আল্লু অর্জুন। সারা দেশে ইতিমধ্যেই দুশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement