Advertisement
Advertisement

Breaking News

Jeet

গুটখার বিজ্ঞাপন করে কটাক্ষের শিকার জিৎ! তুলনা টেনে দেবের জয়জয়কার

জিৎকে পানমশলার বিজ্ঞাপনে দেখে রে-রে করে উঠলেন দেব ভক্তরা!

Jeet got trolled for advertising Panmasala ad, netizen compares with Dev
Published by: Sandipta Bhanja
  • Posted:November 9, 2024 4:39 pm
  • Updated:November 9, 2024 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান, অজয় দেবগণের সঙ্গে গুটখার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন অক্ষয় কুমার। ভক্তদের কাছ থেকে শুনতে হয়েছিল- “এত নিচে নামলেন?” এবার টলিউড সুপারস্টার জিৎকে পানমশলার বিজ্ঞাপনে দেখে রে রে করে উঠলেন দেব ভক্তরা! টানা হল দুই সুপারস্টারের মধ্যে তুলনাও।

জিৎ তাও আবার গুটখার বিজ্ঞাপনে? দেখেই ভ্রু কুঁচকেছেন অনুরাগীরা। বিজ্ঞাপন ভাইরাল হতেই নেটপাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন একাংশ। এক নামজাদা সংবাদমাধ্যমের প্রথম পাতায় পানমশলার বিজ্ঞাপনে জিতের মুখ দেখে সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন জনৈক। তিনি আবার টলিউড সুপারস্টার দেবের ভক্ত। সেই ছবি শেয়ার করে তারকা সাংসদের সঙ্গে তুলনা টেনে ওই ব্যক্তি লিখেছেন, “আমি গর্বিত আমার পছন্দের সুপারস্টার দেব কোনও দিন গুটখার বিজ্ঞাপনে অংশগ্রহণ করেননি।” পোস্টের শেষ পাতে আবার ‘জয় বাংলা’ও জুড়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলের সেই পোস্ট আপাতত চর্চায়!

Advertisement

জিতের উদ্দেশে কারও পরামর্শ, “আপনি সুপারস্টার হয়ে যদি পানমশলা বা গুটখার বিজ্ঞাপন করেন, তাহলে আপনার অনুরাগীরাও তো আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই পথে হাঁটবে। আপনি দয়া করে আর এসব বিজ্ঞাপন করবেন না।” আবার জিৎকে কেউ তাঁর বর্তমান ফিল্মি কেরিয়ারের কথা মনে করিয়ে দিয়ে কটাক্ষ করে লিখেছেন, “কেরিয়ার যখন পড়ে যায়, তখন এসবই করেন অনেকে।” কেউ বা আবার গুটখা, পানমশলা নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। সবমিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে টলিউড সুপারস্টার।

জিৎ এবং দেব, দুই টলিউড সুপারস্টারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভক্তরা নিজেরাই দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছেন। ঠিক যেন, বলিউডের শাহরুখ-সলমনের মতো। দুই তারকার ভাইচারা থাকলেও অনুরাগীরা একে-অপরের সুপারস্টারকে নিয়ে কটাক্ষ করেন! টলিউডেও দেব-জিতের অনুরাগীদের পৃথক শিবির রয়েছে। উপরন্তু ‘দুই পৃথিবী’ স্টারদের মধ্যে কেরিয়ারের সেই গোড়া থেকেই তুলনা টানা শুরু হয়েছে। যদিও দেব বর্তমানে ভিন্ন ঘরানার সিনেমা করেন এবং জিৎ এখনও বাংলা সিনেইন্ডাস্ট্রিতে আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার আমেজ টিকিয়ে রেখেছেন, তবুও প্রায় দেড় দশক ধরে দুই সুপারস্টারের মধ্যে অলিখিতভাবে একটা তুলনা চলেই আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement