Advertisement
Advertisement
Jaya Bachchan

ঝোপঝাড়েই প্যাড পালটাতে হত! ঋতুমতী হওয়ার ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতা জানালেন জয়া বচ্চন

নাতনি নভ্যা নভেলিকে সাক্ষাৎকার দিতে গিয়েই অতীতের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

Jaya Bachchan recollects her first period experiences on Navya’s podcast | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 13, 2022 2:55 pm
  • Updated:November 13, 2022 2:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ঋতুমতী হওয়ার স্মৃতি প্রত্যেক মেয়ের জীবনে আলাদা। এক্ষেত্রে ব্যতিক্রম নন জয়া বচ্চন (Jaya Bachchan)। প্রথম প্রথম নানা সমস্যার মুখে পড়তে হত তাঁকে। হত অস্বস্তি। নাতনি নভ্যা নভেলিকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

Jaya Bachchan

Advertisement

‘হোয়াট দ্য হেল নভ্যা’ (What The Hell Navya) নামের পডকাস্ট রয়েছে নভ্যার। সেখানেই মা ও দিদিমার সাক্ষাৎকার নিচ্ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি। কথায় কথায় ঋতুস্রাবের প্রথম দিকের অভিজ্ঞতার প্রসঙ্গ ওঠে। ঋতুস্রাব অর্থাৎ পিরিয়ড নিয়ে প্রকাশ্যে কথা বলতে এখনও মেয়েরা কুণ্ঠা বোধ করেন। সেকথা জানান নভ্যা। এরপরই মা শ্বেতা এবং দিদিমা জয়া বচ্চনের কাছে তাঁদের ঋতুমতী হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।

Jaya-Navya-sweata

[আরও পড়ুন: প্রস্তুতির জন্য ‘বাঘাযতীন’ ছবির শুটিং পিছোলেন দেব! কী জানাল তারকার টিম?]

শ্বেতা জানান, তাঁর ঋতুস্রাবের সময় মনখারাপ থাকত। প্রচুর চকোলেট ও কার্বোহাউড্রেট জাতীয় খাবার খেতেন। এরপরই জয়া বচ্চন জানান, তাঁদের সময় ঋতুমতী হওয়ার পর নানা সমস্যা হত। মাত্র ১৫ বছর বয়সে সিনেমার জগতে নিজের সফর শুরু করেছিলেন জয়া। বর্ষীয়ান অভিনেত্রী জানান, সেই সময় ভ্যানিটি ভ্যান ছিল না। তাই ঝোপঝাড়েই প্যাড পালটাতে হত। আবার তা থলের মধ্যে ভরে রাখতে হত যাতে ঠিকঠাক কোনও জায়গায় ফেলা যায়। আর তা বড়ই অস্বস্তিকর ছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @ivmpodcasts

নাতনির পডকাস্টে এর আগেও মন খুলে কথা বলেছেন জয়া বচ্চন। ভালবাসার সম্পর্কে শারীরিক সুখ অত্যন্ত জরুরি। এমনই মত প্রকাশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। এরপরই আবার জানিয়েছিলেন, বিয়ের আগে নাতনি নভ্যা নভেলি নন্দা মা হলেও কোনও আপত্তি নেই তাঁর। শুধুমাত্র সামাজিকতার খাতিরেই বিয়ে করার প্রয়োজন নেই বলেই মনে করেন জয়া বচ্চন

[আরও পড়ুন: বাজিমাত রাজকুমার, রাধিকা ও হুমা কুরেশির, থ্রিলার কাকে বলে দেখিয়ে দিল ‘মনিকা ও মাই ডার্লিং’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement