ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর এলাহাবাদিয়ার পর এবার আরও এক স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্কে উত্তাল গোটা দেশ। মহারাষ্ট্রের শিবসেনার বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে কৌতুকশিল্পী। একটি অনুষ্ঠানে রাজনৈতিক বিষয় নিয়ে মসকরা করছিলেন তিনি। তখনই এক মন্ত্রীকে ‘গদ্দার’ আখ্যা দেন। এখান থেকেই সমস্যার সূত্রপাত। মন্তব্যের জেরে শিবসেনার অন্দরমহলেও ক্ষোভ তৈরি হয়েছে। কুণালের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই একনাথ শিন্ডের শিবসেনা সদস্যরা ফুঁসে ওঠেন। মুম্বইয়ের যে হোটেলে কৌতুক অনুষ্ঠানে কুণাল ‘গদ্দার’ মন্তব্য করেছিলেন, সেখানে ভাঙচুর চালান তাঁরা। এমনকি খার থানায় কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্তও নেন তাঁরা। গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কুণাল ও তাঁর অনুরাগীরা। এবার সংশ্লিষ্ট ঘটনায় কুণালের পাশে দাঁড়ালেন সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন।
ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী প্রশ্ন তোলেন, “কেউ কোনও কথা বললে যদি এই ধরণের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তো আমাদের দেশের বাকস্বাধীনতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে! সত্যিই কি আমাদের দেশে বাকস্বাধীনতা বলে কিছু অবশিষ্ট আছে? নাকি শুধুই গুণ্ডামি আর মহিলাদের ধর্ষণের মতো ঘটনার অস্তিত্ব রয়েছে?” একই সঙ্গে অভিনেত্রী মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ডামাডোল নিয়েও প্রশ্ন ছুড়ে দেন। অভিনেত্রীর পাশাপাশি কুণালের অনুরাগীরাও এদেশে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনায় যে রাজনৈতিক মহলের পাশাপাশি বলি পাড়াতেও ঝড় উঠেছে, সেকথা বলাই যায়। এই বিতর্ক এবার কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
এদিকে ‘বাকস্বাধীনতা চাই, নইলে কাজ করা কার্যত অসম্ভব’, এই দাবিতে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত মুম্বই কমেডি ক্লাবের। রবিবার কমেডিয়ান কুণাল কামরা একটি ভিডিওকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরার অভিযোগে তাঁর স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। তার প্রতিবাদে সরব হয়েছেন অন্যান্য ইউটিউবাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.